বাংলালিংক ও ইউসিবিএলের মধ্যে চুক্তি সই
ব্যাংকিংসেবা বিনিময়ের লক্ষ্যে বাংলালিংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির আওতায় বাংলালিংকের পরিবেশকেরা তাঁদের নিকটস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের যেকোনো শাখার মাধ্যমে তাৎক্ষণিকভাবে বাংলালিংক অ্যাকাউন্টে ফান্ড স্থানান্তর করতে পারবেন। এই সেবার মাধ্যমে পরিবেশকেরা নগদ অর্থ, ইউসিবিএল চেক, পে-অর্ডারের মাধ্যমে দেনা পরিশোধ করা সাপেক্ষে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ওয়্যার হাউস থেকে বাংলালিংকের পণ্য সংগ্রহ করতে পারবেন। এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাংলালিংকের আর্থিক লেনদেন-প্রক্রিয়া অনেক সহজ, দ্রুত ও সাশ্রয়ে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আবু দোমা এবং ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঞা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় বাংলালিংকের পরিবেশকেরা তাঁদের নিকটস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের যেকোনো শাখার মাধ্যমে তাৎক্ষণিকভাবে বাংলালিংক অ্যাকাউন্টে ফান্ড স্থানান্তর করতে পারবেন। এই সেবার মাধ্যমে পরিবেশকেরা নগদ অর্থ, ইউসিবিএল চেক, পে-অর্ডারের মাধ্যমে দেনা পরিশোধ করা সাপেক্ষে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ওয়্যার হাউস থেকে বাংলালিংকের পণ্য সংগ্রহ করতে পারবেন। এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাংলালিংকের আর্থিক লেনদেন-প্রক্রিয়া অনেক সহজ, দ্রুত ও সাশ্রয়ে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আবু দোমা এবং ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঞা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
No comments