উইম্বলডন রইল সেরেনারই
ব্যাপারটা যেন তাদের পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়ে গেছে। উইম্বলডনে মেয়েদের এককের চ্যাম্পিয়ন মানে যেন শুধুই এই দুজন—হয় বড় বোন ভেনাস উইলিয়ামস, নয়তো সেরেনা। গত ১০ বছরে ৮টিই তো গেল তাদের ঘরেই! কালও যেমন জিতলেন সেরেনা। প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা ভেরা জভোনারোভা পাত্তাই পেলেন না, সেরেনা তাঁকে উড়িয়ে দিলেন ৬-৩, ৬-২ গেমে। সেরেনার ট্রেডমার্ক সার্ভিস আর গতির কাছে বলতে গেলে অসহায় আত্মসমর্পণই করলেন ২৫ বছর বয়সী রুশ তরুণী। তবে সান্ত্বনা আগামী র্যাঙ্কিংয়ের সেরা দশে দেখবেন নিজের নামটা।
কাল গ্যালারিতে একই সারিতে বসা ছিলেন বাবা রিচার্ড উইলিয়ামস ও মা ওরাসিন উইলিয়ামস। সেন্টার কোর্টের রয়্যাল বক্সে বসে খেলা দেখছিলেন—সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন বিলি জিন কিংও। সেরেনা উইলিয়ামসের জয়ে বাবা-মায়ের চেয়ে কম খুশি হননি তিনিও। নিজের চতুর্থ উইম্বলডন জেতা সেরেনা ক্যারিয়ারের ১৩তম গ্র্যান্ড স্লাম জিতে কাল ছাড়িয়ে গেলেন তাঁকেও। জয়ের পর গ্যালারিতে দাঁড়ানো কিংয়ের উদ্দেশে বললেন, ‘এই ট্রফিটা আমার জন্য বিশেষ কিছু। হেই বিলি, আমি এখন আপনাকেও ছাড়িয়ে গেলাম। এটা সত্যি বিস্ময়কর যে এদের মতো বড় মাপের খেলোয়াড়ের সঙ্গে নিজেও জড়িয়ে গেলাম।’
কাল গ্যালারিতে একই সারিতে বসা ছিলেন বাবা রিচার্ড উইলিয়ামস ও মা ওরাসিন উইলিয়ামস। সেন্টার কোর্টের রয়্যাল বক্সে বসে খেলা দেখছিলেন—সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন বিলি জিন কিংও। সেরেনা উইলিয়ামসের জয়ে বাবা-মায়ের চেয়ে কম খুশি হননি তিনিও। নিজের চতুর্থ উইম্বলডন জেতা সেরেনা ক্যারিয়ারের ১৩তম গ্র্যান্ড স্লাম জিতে কাল ছাড়িয়ে গেলেন তাঁকেও। জয়ের পর গ্যালারিতে দাঁড়ানো কিংয়ের উদ্দেশে বললেন, ‘এই ট্রফিটা আমার জন্য বিশেষ কিছু। হেই বিলি, আমি এখন আপনাকেও ছাড়িয়ে গেলাম। এটা সত্যি বিস্ময়কর যে এদের মতো বড় মাপের খেলোয়াড়ের সঙ্গে নিজেও জড়িয়ে গেলাম।’
No comments