পশ্চিমবঙ্গে মাইন বিস্ফোরণ চার পুলিশ নিহত
ভারতের পাঁচ রাজ্যে ডাকা ৪৮ ঘণ্টা বনেধর মধ্যে মাওবাদীরা ব্যাপক সহিংসতা চালিয়েছে। গত মঙ্গলবার মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওডিশা, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে এই বন্ধ্ শুরু হয়।
মাওবাদীরা আইপিএল ক্রিকেট বন্ধ, সরকারি সংস্থাকে বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলসহ বিভিন্ন কারাগারে বন্দী মাওবাদীদের অবিলম্বে মুক্তির দাবিতে এই বনেধর ডাক দেয়।
বনেধর মধ্যেই গতকাল বুধবার মাওবাদীরা পশ্চিমবঙ্গের জঙ্গল মহলের পিংবনি-রামগড়ের মধ্যে টহলরত কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) গাড়ি লক্ষ্য করে স্থলমাইনের বিস্ফোরণ ঘটায়। এতে চারজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। আহত হন দুই কমানড্যান্ট। আহতদের মেদিনীপুর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
একই দিন মাওবাদীরা পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের কাছে খাটকুড়া হল্ট স্টেশনে রেললাইনে বিস্ফোরণ ঘটায়। এতে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
মাওবাদীরা আইপিএল ক্রিকেট বন্ধ, সরকারি সংস্থাকে বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলসহ বিভিন্ন কারাগারে বন্দী মাওবাদীদের অবিলম্বে মুক্তির দাবিতে এই বনেধর ডাক দেয়।
বনেধর মধ্যেই গতকাল বুধবার মাওবাদীরা পশ্চিমবঙ্গের জঙ্গল মহলের পিংবনি-রামগড়ের মধ্যে টহলরত কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) গাড়ি লক্ষ্য করে স্থলমাইনের বিস্ফোরণ ঘটায়। এতে চারজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। আহত হন দুই কমানড্যান্ট। আহতদের মেদিনীপুর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
একই দিন মাওবাদীরা পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের কাছে খাটকুড়া হল্ট স্টেশনে রেললাইনে বিস্ফোরণ ঘটায়। এতে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
No comments