ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি অনশন শুরু করেছেন
পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া ও নিঃশর্ত জামিনের দাবিতে ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি কারাগারে অনশন শুরু করেছেন। তাঁর স্ত্রী তাহেরা সায়েদি গত মঙ্গলবার একটি ওয়েবসাইটে এ কথা জানিয়েছেন।
পানাহি ইরানের বিরোধীদলীয় নেতা মির হোসেইন মৌসাবির একজন সমর্থক। গত মার্চের শুরুর দিকে পানাহিকে তাঁর স্ত্রী ও কন্যাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে স্ত্রী-কন্যাকে মুক্তি দেওয়া হলেও তাঁকে তেহরানের এভিন কারাগারে বন্দী করে রাখা হয়। ইরান সরকার পানাহির বিরুদ্ধে কারাগার নিয়ে বিভ্রান্তিমূলক চলচ্চিত্র নির্মাণের অভিযোগ করেছে।
বিরোধী দলের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী জাফর পানাহি টেলিফোনে তাঁর পরিবারকে জানান, ‘আমার বিরুদ্ধে কারাগার নিয়ে মিথ্যা বিভ্রান্তিকর চলচ্চিত্র নির্মাণের অভিযোগ আনা হয়েছে। আমি রোববার সকাল থেকে কোনো কিছু খাচ্ছি না এবং আমার দাবি পূরণ না করা পর্যন্ত অনশন করে যাব।’
পানাহি কয়েকটি দাবি করেছেন কর্তৃপক্ষের কাছে। এগুলো হলো, তাঁর আইনজীবী ও পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ এবং আদালতের শুনানি পর্যন্ত নিঃশর্ত জামিন।
জাফর পানাহি তাঁর হোয়াইট বেলুন চলচ্চিত্রের জন্য ১৯৯৫ সালে কান চলচ্চিত্র উৎসবে ‘দ্য ক্যামেরা ডি’ওর’ সম্মাননা অর্জন করেন।
পানাহি ইরানের বিরোধীদলীয় নেতা মির হোসেইন মৌসাবির একজন সমর্থক। গত মার্চের শুরুর দিকে পানাহিকে তাঁর স্ত্রী ও কন্যাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে স্ত্রী-কন্যাকে মুক্তি দেওয়া হলেও তাঁকে তেহরানের এভিন কারাগারে বন্দী করে রাখা হয়। ইরান সরকার পানাহির বিরুদ্ধে কারাগার নিয়ে বিভ্রান্তিমূলক চলচ্চিত্র নির্মাণের অভিযোগ করেছে।
বিরোধী দলের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী জাফর পানাহি টেলিফোনে তাঁর পরিবারকে জানান, ‘আমার বিরুদ্ধে কারাগার নিয়ে মিথ্যা বিভ্রান্তিকর চলচ্চিত্র নির্মাণের অভিযোগ আনা হয়েছে। আমি রোববার সকাল থেকে কোনো কিছু খাচ্ছি না এবং আমার দাবি পূরণ না করা পর্যন্ত অনশন করে যাব।’
পানাহি কয়েকটি দাবি করেছেন কর্তৃপক্ষের কাছে। এগুলো হলো, তাঁর আইনজীবী ও পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ এবং আদালতের শুনানি পর্যন্ত নিঃশর্ত জামিন।
জাফর পানাহি তাঁর হোয়াইট বেলুন চলচ্চিত্রের জন্য ১৯৯৫ সালে কান চলচ্চিত্র উৎসবে ‘দ্য ক্যামেরা ডি’ওর’ সম্মাননা অর্জন করেন।
No comments