ষষ্ঠ স্থানে আরামবাগ
বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল বাংলাদেশ লিগের একমাত্র ম্যাচে আরামবাগ ৪-৩ গোলে হারাল চট্টগ্রাম আবাহনীকে। পেনাল্টি থেকে দুটিসহ ৭ গোলের ম্যাচটা ছিল বেশ আকর্ষণীয়। শেষ ১০ মিনিটে হলো তিন গোল।
৩৫ মিনিটে নিকোডিমাসের গোলে এগিয়ে যায় আরামবাগ। ৫১ মিনিটে পেনাল্টি থেকে সমতা আনেন মিঠুন চৌধুরী। ৬১ মিনিটে আলফাজ পেনাল্টি থেকে গোল করে আবার এগিয়ে নেন আরামবাগকে। ৭২ মিনিটে ব্যবধানটা ৩-১ করে ফেলেন নিকোডিমাস। রনি ৮০ মিনিটে ৩-২ করলে ম্যাচটা জমে ওঠে।
আরামবাগের সাব্বির ৪-২ করেন ৮৭ মিনিটে। ঠিক দুই মিনিট পরই মিঠুন চৌধুরীর গোল ৪-৩ করলে নড়েচড়ে বসে চট্টগ্রাম আবাহনী। শেষ পর্যন্ত আর পয়েন্ট নিতে পারল না চট্টগ্রামের দলটি।
২১ ম্যাচে ৫ জয় আর ৮ ড্রয়ে আরামবাগের পয়েন্ট হলো ২৩। অবনমনের শঙ্কা কাটিয়ে আরামবাগ এখন পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। ২১ ম্যাচে ৪ জয় আর ৬ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী এখনো অবনমন অঞ্চলে।
৩৫ মিনিটে নিকোডিমাসের গোলে এগিয়ে যায় আরামবাগ। ৫১ মিনিটে পেনাল্টি থেকে সমতা আনেন মিঠুন চৌধুরী। ৬১ মিনিটে আলফাজ পেনাল্টি থেকে গোল করে আবার এগিয়ে নেন আরামবাগকে। ৭২ মিনিটে ব্যবধানটা ৩-১ করে ফেলেন নিকোডিমাস। রনি ৮০ মিনিটে ৩-২ করলে ম্যাচটা জমে ওঠে।
আরামবাগের সাব্বির ৪-২ করেন ৮৭ মিনিটে। ঠিক দুই মিনিট পরই মিঠুন চৌধুরীর গোল ৪-৩ করলে নড়েচড়ে বসে চট্টগ্রাম আবাহনী। শেষ পর্যন্ত আর পয়েন্ট নিতে পারল না চট্টগ্রামের দলটি।
২১ ম্যাচে ৫ জয় আর ৮ ড্রয়ে আরামবাগের পয়েন্ট হলো ২৩। অবনমনের শঙ্কা কাটিয়ে আরামবাগ এখন পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। ২১ ম্যাচে ৪ জয় আর ৬ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী এখনো অবনমন অঞ্চলে।
No comments