পীতসাগরে যুদ্ধজাহাজ ডুবির জন্য উত্তর কোরিয়া দায়ী
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউ মিউং হান গতকাল বুধবার অভিযোগ করেছেন, পীতসাগরে তাঁদের যুদ্ধজাহাজ ডুবির জন্য উত্তর কোরিয়াই দায়ী। এর পক্ষে সুস্পষ্ট তথ্য-প্রমাণ আছে বলেও দাবি করেন তিনি। এ ব্যাপারে সিউল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ করবে বলে জানান মিউং হান।
গত ২৬ মার্চ পীতসাগরে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে যায়। এ ব্যাপারে একটি বহুজাতিক তদন্ত কমিটির প্রতিবেদন আজ বৃহস্পতিবার প্রকাশ করার কথা রয়েছে। এর একদিন আগেই উত্তর কোরিয়াকে সরাসরি দায়ী করলেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিউং হান বলেন, ‘অভিযোগ নিয়ে জাতিসংঘের যাওয়ার মতো যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে।’
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ সামরিক বাহিনীর একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, ডুবে যাওয়া জাহাজ থেকে একটি টর্পেডোর অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এতে উত্তর কোরিয়ার ফন্টে ক্রমিক নম্বর লেখা রয়েছে।
সিউলের একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের বিশেষজ্ঞরা টর্পেডোর ক্রমিক নম্বর বিশ্লেষণ করে দেখেছেন। তারা নিশ্চিত যে, ওই টর্পেডো উত্তর কোরিয়ার তৈরি।
তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি।
গত ২৬ মার্চ পীতসাগরে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে যায়। এ ব্যাপারে একটি বহুজাতিক তদন্ত কমিটির প্রতিবেদন আজ বৃহস্পতিবার প্রকাশ করার কথা রয়েছে। এর একদিন আগেই উত্তর কোরিয়াকে সরাসরি দায়ী করলেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিউং হান বলেন, ‘অভিযোগ নিয়ে জাতিসংঘের যাওয়ার মতো যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে।’
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ সামরিক বাহিনীর একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, ডুবে যাওয়া জাহাজ থেকে একটি টর্পেডোর অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এতে উত্তর কোরিয়ার ফন্টে ক্রমিক নম্বর লেখা রয়েছে।
সিউলের একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের বিশেষজ্ঞরা টর্পেডোর ক্রমিক নম্বর বিশ্লেষণ করে দেখেছেন। তারা নিশ্চিত যে, ওই টর্পেডো উত্তর কোরিয়ার তৈরি।
তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি।
No comments