বিশ্বকাপ ফুটবল নিয়ে পেপসির আয়োজন
বিশ্বকাপ ফুটবল সামনে রেখে ট্রান্সকম বেভারেজ লিমিটেডের আয়োজনে গতকাল থেকে শুরু হয়েছে ‘পেপসি ফুটবল ম্যানিয়া’।
পেপসির পেট বোতলের পানীয় কিনলে ছিপির মধ্যে একটা নম্বর থাকবে। ওই নম্বর যেকোনো মুঠোফোন থেকে ৬৯৬৯ নম্বরে এসএমএস করলে প্রেরণকারী নিবন্ধিত হবেন। যতগুলো নম্বর পাঠাবেন তার প্রতিটি একটি করে ‘গোল’ হিসেবে বিবেচ্য হবে (আগামী ৩০ জুন অথবা স্টক থাকা পর্যন্ত চলবে এই আয়োজন)। এক শর বেশি গোলধারীর মধ্যে ১২ জনকে বেছে নেওয়া হবে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। এই ১২ জন ব্যাংককের পাতায়া সমুদ্রসৈকতে ফুটবল খেলার সুযোগ পাবেন।
এ ছাড়া এসএমএসে অংশ নেওয়া প্রতিযোগীদের জন্য থাকছে, মোবাইল ফোন, ফিলিপস এলসিডি টিভি, ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার। প্রতিটি পেট বোতলের সঙ্গে নিশ্চিত পুরস্কার হিসেবে থাকছে একটি পেপসি স্টার কার্ড।
কাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ট্রান্সকম বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কুদ্দুস চৌধুরী, নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী, বিপণন উন্নয়ন ব্যবস্থাপক আরিফ হোসেইন প্রমুখ।
আন্তক্লাব কলেজ ফুটবল: ইউনিলিভারের আয়োজনে বিভাগীয় পর্যায়ে ৪৪টি কলেজ দলের ‘ক্লিয়ার মেন কনফিডেন্টস কাপ ২০১০’ শুরু হচ্ছে আগামীকাল।
পেপসির পেট বোতলের পানীয় কিনলে ছিপির মধ্যে একটা নম্বর থাকবে। ওই নম্বর যেকোনো মুঠোফোন থেকে ৬৯৬৯ নম্বরে এসএমএস করলে প্রেরণকারী নিবন্ধিত হবেন। যতগুলো নম্বর পাঠাবেন তার প্রতিটি একটি করে ‘গোল’ হিসেবে বিবেচ্য হবে (আগামী ৩০ জুন অথবা স্টক থাকা পর্যন্ত চলবে এই আয়োজন)। এক শর বেশি গোলধারীর মধ্যে ১২ জনকে বেছে নেওয়া হবে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। এই ১২ জন ব্যাংককের পাতায়া সমুদ্রসৈকতে ফুটবল খেলার সুযোগ পাবেন।
এ ছাড়া এসএমএসে অংশ নেওয়া প্রতিযোগীদের জন্য থাকছে, মোবাইল ফোন, ফিলিপস এলসিডি টিভি, ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার। প্রতিটি পেট বোতলের সঙ্গে নিশ্চিত পুরস্কার হিসেবে থাকছে একটি পেপসি স্টার কার্ড।
কাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ট্রান্সকম বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কুদ্দুস চৌধুরী, নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী, বিপণন উন্নয়ন ব্যবস্থাপক আরিফ হোসেইন প্রমুখ।
আন্তক্লাব কলেজ ফুটবল: ইউনিলিভারের আয়োজনে বিভাগীয় পর্যায়ে ৪৪টি কলেজ দলের ‘ক্লিয়ার মেন কনফিডেন্টস কাপ ২০১০’ শুরু হচ্ছে আগামীকাল।
No comments