বাগদাদের ভোট পুনর্গণনার নির্দেশ
ইরাকে গত মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে রাজধানী বাগদাদের ভোট পুনর্গণনার নির্দেশ দেওয়া হয়েছে। একটি প্যানেল গতকাল সোমবার এ নির্দেশ দিয়েছে।
নির্বাচন কমিশনার হামদিয়া আল হুসেইনি জানিয়েছেন, ভোট পুনর্গণনার কাজ শিগগিরই শুরু হবে। তবে গণনা শেষ হতে কত দিন লাগতে পারে সে বিষয়ে তিনি কিছু বলেননি।
গত ৭ মার্চ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো দল বা জোটই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রাথমিক ফলাফলে সামান্য ব্যবধানে পিছিয়ে আছে প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির শিয়া জোট স্টেট অব ল। ভোট পুনর্গণনার দাবিটি তারাই তুলেছিল।
মালিকির জোটের জ্যেষ্ঠ নেতা কামাল আল-সাদি বলেন, ‘আমরা আশা করছি ভোট পুনর্গণনা হলে ফলাফল পাল্টে যাবে এবং স্টেট অব ল লাভবান হবে।’
৩২৫ আসনের পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ৯১ আসন পেয়ে প্রথম অবস্থানে আছে সাবেক প্রধানমন্ত্রী আয়াদ আলাবির জোট। তারা সুন্নিদের ব্যাপক সমর্থন পেয়েছে। অন্যদিকে শিয়াদের সমর্থন পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে নুরি আল-মালিকির স্টেট অব ল। তাঁরা পেয়েছে ৮৯ আসন। ইরাকি ন্যাশনাল অ্যালায়েন্স পেয়েছে ৭০ আসন এবং সংখ্যালঘু কুর্দিদের জোট পেয়েছে ৫৮ আসন।
নির্বাচন কমিশনার হামদিয়া আল হুসেইনি জানিয়েছেন, ভোট পুনর্গণনার কাজ শিগগিরই শুরু হবে। তবে গণনা শেষ হতে কত দিন লাগতে পারে সে বিষয়ে তিনি কিছু বলেননি।
গত ৭ মার্চ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো দল বা জোটই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রাথমিক ফলাফলে সামান্য ব্যবধানে পিছিয়ে আছে প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির শিয়া জোট স্টেট অব ল। ভোট পুনর্গণনার দাবিটি তারাই তুলেছিল।
মালিকির জোটের জ্যেষ্ঠ নেতা কামাল আল-সাদি বলেন, ‘আমরা আশা করছি ভোট পুনর্গণনা হলে ফলাফল পাল্টে যাবে এবং স্টেট অব ল লাভবান হবে।’
৩২৫ আসনের পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ৯১ আসন পেয়ে প্রথম অবস্থানে আছে সাবেক প্রধানমন্ত্রী আয়াদ আলাবির জোট। তারা সুন্নিদের ব্যাপক সমর্থন পেয়েছে। অন্যদিকে শিয়াদের সমর্থন পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে নুরি আল-মালিকির স্টেট অব ল। তাঁরা পেয়েছে ৮৯ আসন। ইরাকি ন্যাশনাল অ্যালায়েন্স পেয়েছে ৭০ আসন এবং সংখ্যালঘু কুর্দিদের জোট পেয়েছে ৫৮ আসন।
No comments