বার্সাকে ৩-১ গোলে হারাল ইন্টার
গত ২০ বছরে হয়নি। চ্যাম্পিয়নস লিগ নামে শুরু হওয়ার পর তো একবারও নয়। কী হয়নি? উত্তরটা বার্সেলোনা শিবিরে কান পাতলেই শুনতে পাবেন। গত দুই দশকে চ্যাম্পিয়নস লিগে টানা দুবার শিরোপা জেতেনি কোনো দলই। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা এখন সেই শঙ্কার মুখে। সেমিফাইনালের ফিরতি লেগ বাকি আছে। কিন্তু কাল ইন্টার মিলানের মাঠে গিয়ে ৩-১ গোলে হেরে যাওয়ায় কাজটা কঠিন হয়ে গেল পেপ গার্দিওলার দলের জন্য। ফাইনালে যেতে হলে আগামী বুধবার রাতে নিজেদের মাঠে ২-০ গোলে জিততে হবে বার্সেলোনাকে।
অথচ শুরুটা বার্সেলোনাই করেছিল পেদ্রোকে দিয়ে। ইন্টারের সুযোগ হাতছাড়ার মহড়ার ফাঁকে ১৯ মিনিটে দলকে এগিয়ে দেন পেদ্রো। ১১ মিনিটের মধ্যেই স্বাগতিকদের সমতায় ফেরান ওয়েসলি স্নাইডার। এর পর থেকেই ম্যাচের লাগাম হোসে মরিনহোর দলের হাতে চলে যেতে থাকে। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই ইন্টারকে ২-১ গোলে এগিয়ে নেন মেইকন। ৬১ মিনিটে ডিয়েগো মিলিতোর তৃতীয় গোল।
এই ইন্টারের প্রতিবেশী এসি মিলানই সর্বশেষ দল, যারা পর পর দুবার ইউরোপ সেরার ট্রফিটি জিতেছিল। সেটাও ১৯৮৯ আর ১৯৯০ সালে।
অথচ শুরুটা বার্সেলোনাই করেছিল পেদ্রোকে দিয়ে। ইন্টারের সুযোগ হাতছাড়ার মহড়ার ফাঁকে ১৯ মিনিটে দলকে এগিয়ে দেন পেদ্রো। ১১ মিনিটের মধ্যেই স্বাগতিকদের সমতায় ফেরান ওয়েসলি স্নাইডার। এর পর থেকেই ম্যাচের লাগাম হোসে মরিনহোর দলের হাতে চলে যেতে থাকে। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই ইন্টারকে ২-১ গোলে এগিয়ে নেন মেইকন। ৬১ মিনিটে ডিয়েগো মিলিতোর তৃতীয় গোল।
এই ইন্টারের প্রতিবেশী এসি মিলানই সর্বশেষ দল, যারা পর পর দুবার ইউরোপ সেরার ট্রফিটি জিতেছিল। সেটাও ১৯৮৯ আর ১৯৯০ সালে।
No comments