যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় কড়া অভিবাসন আইন পাস হলো
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সিনেটে গত সোমবার একটি বিতর্কিত অভিবাসন বিল পাস হয়েছে। এই আইনকে মার্কিন অভিবাসন আইনগুলোর মধ্যে অন্যতম কঠোর হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নতুন এই আইনের আওতায় যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছেন কি না, তা জানার জন্য যেকোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। বর্তমানে অন্য কোনো অপরাধের জন্য সন্দেহভাজন ব্যক্তির ক্ষেত্রেই কেবল পুলিশ এ ব্যবস্থা নিতে পারে। কেউ বৈধভাবে বসবাসের পক্ষে কাগজপত্র উপস্থাপন করতে না পারলে তাঁকে গ্রেপ্তারও করতে পারবে পুলিশ।
বিলটির পক্ষে ভোট পড়ে ১৭টি। আর বিপক্ষে ১১টি। গত সপ্তাহে কংগ্রেসের নিম্নকক্ষে বিলটি পাস হয়েছিল। গভর্নর জ্যান ব্রিউয়ারের এখন বিলটিতে স্বাক্ষর করার কথা। সমালোচকেরা নতুন এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, অনেক পুলিশ সদস্য এটিকে বর্ণবাদী উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন।
নতুন এই আইনের আওতায় যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছেন কি না, তা জানার জন্য যেকোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। বর্তমানে অন্য কোনো অপরাধের জন্য সন্দেহভাজন ব্যক্তির ক্ষেত্রেই কেবল পুলিশ এ ব্যবস্থা নিতে পারে। কেউ বৈধভাবে বসবাসের পক্ষে কাগজপত্র উপস্থাপন করতে না পারলে তাঁকে গ্রেপ্তারও করতে পারবে পুলিশ।
বিলটির পক্ষে ভোট পড়ে ১৭টি। আর বিপক্ষে ১১টি। গত সপ্তাহে কংগ্রেসের নিম্নকক্ষে বিলটি পাস হয়েছিল। গভর্নর জ্যান ব্রিউয়ারের এখন বিলটিতে স্বাক্ষর করার কথা। সমালোচকেরা নতুন এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, অনেক পুলিশ সদস্য এটিকে বর্ণবাদী উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন।
No comments