কারজাই যাবেন যুক্তরাষ্ট্র সফরে, হিলারি কাবুলে
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সফরকালে তিনি ওয়াশিংটনে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন। এদিকে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কাবুল সফর করবেন। মার্কিন শীর্ষ মুখপাত্র গত সোমবার এ তথ্য দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পাকিস্তান ও আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রিচার্ড হলব্রুক জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মাসে কাবুল সফরের সময় আফগান প্রেসিডেন্টকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান। এ আমন্ত্রণ গ্রহণ করেছেন কারজাই। তিনি ১০ থেকে ১৪ মে ওয়াশিংটন সফর করবেন। তাঁর এই সফরকে ওবামাপ্রশাসন খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে বলেও উল্লেখ করেন হলব্রুক।
এদিকে কাবুল সম্মেলনে যোগ দিতে হিলারি ক্লিনটন আফগানিস্তান সফর করবেন। আগামী ২০ জুলাই ওই সম্মেলন হওয়ার কথা।
যুক্তরাষ্ট্রের পাকিস্তান ও আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রিচার্ড হলব্রুক জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মাসে কাবুল সফরের সময় আফগান প্রেসিডেন্টকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান। এ আমন্ত্রণ গ্রহণ করেছেন কারজাই। তিনি ১০ থেকে ১৪ মে ওয়াশিংটন সফর করবেন। তাঁর এই সফরকে ওবামাপ্রশাসন খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে বলেও উল্লেখ করেন হলব্রুক।
এদিকে কাবুল সম্মেলনে যোগ দিতে হিলারি ক্লিনটন আফগানিস্তান সফর করবেন। আগামী ২০ জুলাই ওই সম্মেলন হওয়ার কথা।
No comments