ইরাকে আল-কায়েদার দুই শীর্ষ নেতা নিহত
জঙ্গি সংগঠন আল-কায়েদার ইরাক শাখার দুজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইরাকের সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার এই দুজন শীর্ষ আল-কায়েদা নেতা ইরাকি বাহিনীর অভিযানের সময় নিহত হন। মার্কিন প্রশাসন তাঁদের নিহত হওয়াকে ইরাকে আল-কায়েদার কার্যক্রমের ওপর একটি বড় আঘাত হিসেবে অভিহিত করলেও বিশ্লেষকেরা মনে করছেন, এতে জঙ্গি সংগঠনটির খুব সামান্যই ক্ষতি হয়েছে।
ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি জানিয়েছেন, ইরাকি আল-কায়েদার শীর্ষ নেতা আবু আইয়ুব আল মাসরি ও আবু ওমর আল বাগদাদির মৃতদেহ একটি বাড়ির কাছে মাটি খুঁড়ে বের করা হয়। সে সময় সেখানে ইরাকি-মার্কিন যৌথ বাহিনীর অভিযান চলছিল।
আল-কায়েদার আত্মঘাতী বোমা হামলায় জর্জরিত ইরাকের জন্য এই দুই শীর্ষ আল-কায়েদা নেতার মৃত্যু একটি স্বস্তির কারণ বলে মনে করা হচ্ছে। তাঁদের মৃত্যু আল-কায়েদার জন্য একটি বড় ক্ষতির কারণ হতে পারে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এই দুই নেতার নিহত হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করে বলেছেন, এই দুই নেতার মৃত্যু আল-কায়েদার জন্য আপাতত ক্ষতির কারণ হতে পারে।
ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি জানিয়েছেন, ইরাকি আল-কায়েদার শীর্ষ নেতা আবু আইয়ুব আল মাসরি ও আবু ওমর আল বাগদাদির মৃতদেহ একটি বাড়ির কাছে মাটি খুঁড়ে বের করা হয়। সে সময় সেখানে ইরাকি-মার্কিন যৌথ বাহিনীর অভিযান চলছিল।
আল-কায়েদার আত্মঘাতী বোমা হামলায় জর্জরিত ইরাকের জন্য এই দুই শীর্ষ আল-কায়েদা নেতার মৃত্যু একটি স্বস্তির কারণ বলে মনে করা হচ্ছে। তাঁদের মৃত্যু আল-কায়েদার জন্য একটি বড় ক্ষতির কারণ হতে পারে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এই দুই নেতার নিহত হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করে বলেছেন, এই দুই নেতার মৃত্যু আল-কায়েদার জন্য আপাতত ক্ষতির কারণ হতে পারে।
No comments