সামরিক আদালতে শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান ফনসেকা
শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান শরত্ ফনসেকাকে গতকাল সোমবার সামরিক আদালতে হাজির করা হয়েছিল। চলতি মাসে পার্লামেন্ট নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি আদালতে হাজির হলেন।
জেনারেল ফনসেকার নেতৃত্বে সেনাবাহিনী গত বছর তামিল বিদ্রোহীদের যুদ্ধে পরাজিত করে। এর ফলে দেশটিতে প্রায় চার দশকের গৃহযুদ্ধের অবসান ঘটে। কিন্তু যুদ্ধের পরপরই প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে ফনসেকার মতপার্থক্য দেখা দেয়। ফনসেকা সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন। গত জানুয়ারি মাসে প্রেসিডেন্ট নির্বাচন করে রাজাপক্ষের কাছে তিনি হেরে যান। ওই নির্বাচনের ১২ দিন পর ফনসেকাকে গ্রেপ্তার করা হয়।
দুটি অভিযোগে সামরিক আদালতে ফনসেকার বিচার হচ্ছে। এক. তিনি সামরিক কেনাকাটায় দুর্নীতি করেছেন। দুই. সেনাবাহিনী থেকে পদত্যাগ করার আগেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ফনসেকা।
৮ এপ্রিলের পার্লামেন্ট নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ার পর গতকালই প্রথম ফনসেকাকে শুনানির জন্য আদালতে হাজির করা হয়। রাজধানীতে নৌবাহিনীর সদর দপ্তরে অত্যন্ত গোপনীয়ভাবে ফনসেকার বিচার করা হচ্ছে।
জেনারেল ফনসেকার নেতৃত্বে সেনাবাহিনী গত বছর তামিল বিদ্রোহীদের যুদ্ধে পরাজিত করে। এর ফলে দেশটিতে প্রায় চার দশকের গৃহযুদ্ধের অবসান ঘটে। কিন্তু যুদ্ধের পরপরই প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে ফনসেকার মতপার্থক্য দেখা দেয়। ফনসেকা সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন। গত জানুয়ারি মাসে প্রেসিডেন্ট নির্বাচন করে রাজাপক্ষের কাছে তিনি হেরে যান। ওই নির্বাচনের ১২ দিন পর ফনসেকাকে গ্রেপ্তার করা হয়।
দুটি অভিযোগে সামরিক আদালতে ফনসেকার বিচার হচ্ছে। এক. তিনি সামরিক কেনাকাটায় দুর্নীতি করেছেন। দুই. সেনাবাহিনী থেকে পদত্যাগ করার আগেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ফনসেকা।
৮ এপ্রিলের পার্লামেন্ট নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ার পর গতকালই প্রথম ফনসেকাকে শুনানির জন্য আদালতে হাজির করা হয়। রাজধানীতে নৌবাহিনীর সদর দপ্তরে অত্যন্ত গোপনীয়ভাবে ফনসেকার বিচার করা হচ্ছে।
No comments