ধর্মঘটে অচল করাচি
আশুরার শোভাযাত্রায় আত্মঘাতী হামলায় ৪৩ জন নিহতের ঘটনার প্রতিবাদে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের ডাকা ধর্মঘটে গতকাল শুক্রবার অচল হয়ে পড়ে পাকিস্তানের বন্দরনগর করাচি। জনশূন্য হয়ে পড়ে রাস্তাঘাট, বন্ধ হয়ে যায় স্টক এক্সচেঞ্জ, দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য।
সোমবার আশুরার দিন শিয়া মুসলিমদের শোভাযাত্রায় আত্মঘাতী হামলার দায় বুধবার স্বীকার করেছে তালেবান।
করাচিতে বোমা হামলার পর গোটা শহরে ছড়িয়ে পড়া সহিংসতার সময় পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করেছে। সুন্নি পণ্ডিত মুফতি মুনিবুর রেহমান এ হামলার জন্য পাকিস্তান কর্তৃপক্ষকে দোষারোপ করেছেন।
তিনি বলেন, ‘আমরা চাই হামলায় যারা নিহত হয়েছে কেবল তারাই নয়, যারা জীবিকা খুইয়েছে সরকার তাদের জন্যও ক্ষতিপূরণ দিক। এ কারণেই সর্বাত্মক ধর্মঘট ডাকা হয়েছে।’
এদিকে স্থানীয় অধিবাসীরা নতুন হামলার ভয়ে আছে। দোকানিরা দোকানপাট খোলার ঝুঁকি নিচ্ছে না। রয়টার্স অনলাইন।
ক্ষেপণাস্ত্র হামলা: গোলযোগপূর্ণ উপজাতীয় এলাকায় বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার ভোরে মার্কিন চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ওই হামলায় কমপক্ষে চার জঙ্গি নিহত হয়েছে।
আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় এলাকার প্রধান শহর মিরানশাহের ২৫ কিলোমিটার পূর্বে মাচিখেল গ্রামে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
সোমবার আশুরার দিন শিয়া মুসলিমদের শোভাযাত্রায় আত্মঘাতী হামলার দায় বুধবার স্বীকার করেছে তালেবান।
করাচিতে বোমা হামলার পর গোটা শহরে ছড়িয়ে পড়া সহিংসতার সময় পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করেছে। সুন্নি পণ্ডিত মুফতি মুনিবুর রেহমান এ হামলার জন্য পাকিস্তান কর্তৃপক্ষকে দোষারোপ করেছেন।
তিনি বলেন, ‘আমরা চাই হামলায় যারা নিহত হয়েছে কেবল তারাই নয়, যারা জীবিকা খুইয়েছে সরকার তাদের জন্যও ক্ষতিপূরণ দিক। এ কারণেই সর্বাত্মক ধর্মঘট ডাকা হয়েছে।’
এদিকে স্থানীয় অধিবাসীরা নতুন হামলার ভয়ে আছে। দোকানিরা দোকানপাট খোলার ঝুঁকি নিচ্ছে না। রয়টার্স অনলাইন।
ক্ষেপণাস্ত্র হামলা: গোলযোগপূর্ণ উপজাতীয় এলাকায় বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার ভোরে মার্কিন চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ওই হামলায় কমপক্ষে চার জঙ্গি নিহত হয়েছে।
আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় এলাকার প্রধান শহর মিরানশাহের ২৫ কিলোমিটার পূর্বে মাচিখেল গ্রামে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
No comments