স্পর্শের বাইরে স্পফোর্থ
১৩০ বছর আগে ঠিক আজকের দিনটিতেই এমন এক কীর্তি গড়েছিলেন ফ্রেডেরিক স্পফোর্থ, এর পর যেটি ৩৬ বার দেখেছে টেস্ট ক্রিকেট। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে টানা তিন বলে নিয়েছিলেন তিন উইকেট। স্পফোর্থের মতোই দুই অস্ট্রেলিয়ান হিউ ট্রাম্বল ও জিমি ম্যাথুজ এবং পাকিস্তানের ওয়াসিম আকরাম অবশ্য ছাড়িয়ে গেছেন স্পফোর্থকে। তিনজনই করেছেন দুটো করে হ্যাটট্রিক। অফ স্পিনার ট্রাম্বলের কীর্তিটি তো আরও অবিশ্বাস্য, এক টেস্টে এবং একই দিনে করেছিলেন হ্যাটট্রিক দুটি। ভারতের ইরফান পাঠান পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ম্যাচের প্রথম ওভারেই, জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার নুয়ান জয়সা ম্যাচের দ্বিতীয় ওভার আর নিজের প্রথম তিন বলে। তবে এঁদের সবার কীর্তিই ছোঁয়া বা ভাঙা সম্ভব। কিন্তু একটা জায়গায় সবাইকে ছাড়িয়ে সেই স্পফোর্থ। টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক—এই রেকর্ড তো তাঁর কাছ থেকে কেড়ে নিতে পারবেন না আর কেউ!
No comments