রিয়া সেনের বেপরোয়া চলাফেরা
যখন
তখন নগ্ন হয়ে যৌন অঙ্গ-ভঙ্গিতে সবার সামনে নিজেকে উপস্থাপন করা যেন
টলি-বলিউড তারকা রিয়া সেনের নিত্য অভ্যাস। এ নিয়ে বিতর্কের মুখেও কম পড়েন
না তিনি। অনেকে তো মাঝে মধ্যে বলেই বসেন, সাবেক পর্নোস্টার সানি লিওনের
চেয়ে কোনো অংশে কম যান না রিয়া। তার অবশ্য প্রমাণ নিজেই দিয়েছেন তিনি। তবে
এবার আরেক কীর্তির কথা জানান দিলেন রিয়া। সম্প্রতি নতুন কয়েকটি ছবি প্রকাশ
করেছেন তিনি। না, কোনো সাদামাটা ছবি নয়। নিজের ইনস্টাগ্রামে একেবারে
খোলামেলাভাবে হাজির হয়েছেন রিয়া। যা অনেকে রিয়ার বেপরোয়া চলাফেরা বলেই
মন্তব্য করছেন। তবে এ ব্যাপারে তিনি ভিন্ন কথাই জানালেন ইন্ডিয়ান
এক্সপ্রেসকে। খুব শিগগিরই ওয়েব সিরিজ ‘রাগিনী এমএমএস ২.২’ ছবির কাজ শুরু
করবেন এ অভিনেত্রী। আর তাই এ ছবিগুলো প্রকাশ করে নিজের আগাম প্রস্তুতির কথা
জানান রিয়া। নতুন এ চলচ্চিত্রে তাকে একাধিক রগরগে দৃশ্যে দেখা যাবে।
ইনস্টাগ্রামের ওই ছবিগুলোর বেশিরভাগেই বিকিনি পরা ছিলেন রিয়া।
No comments