শুধু ছবি পোস্ট করে রোনালদোর এত আয়!
ক্রীড়াবিদদের
মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ফলোয়ার ক্রিস্টিয়ানো রোনালদোর।
ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে সবাইকে ছাড়িয়ে তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে
তার ফলোয়ার সংখ্যা ১০৬ মিলিয়ন! বিশ্বের তারকা খেলোয়াড় ও অভিনেতারা সামাজিক
যোগাযোগমাধ্যমে খুব বেশি কথা লেখেন না। ছবি পোস্ট করেন বেশি। সঙ্গে
সামান্য কিছু লেখেন। অনেকেই মনে করতে পারেন, এখানে ছবি দেখানোই থাকে তাদের
উদ্দেশ্য। তারা কোথায়, কী করছেন তা জানাতে চান ভক্তদের। এটা হয়তো তাদের
প্রাথমিক উদ্দেশ্য। কিন্তু এর বাইরে বড় একটি উদ্দেশ্য রযেছে। সেটা আর্থিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করলে তা থেকে তারা অনেক অর্থ আয় করেন।
ক্রিস্টিয়ানো রোনালদো ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলে তা থেকে কত আয় তা
জানলে অনেকে মাথা ঘুরে যেতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা ও আয়
নিয়ে গবেষণা করে ‘হোপার স্টাডি’। সেখান থেকে সম্প্রতি চাঞ্চল্যকর এক তথ্য
জানা গেছে। ক্রিস্টিয়ানো রোনালদো ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলে তা থেকে
৩১০,০০০ পাউন্ড আয় করেন! ক্রীড়াবিদদের মধ্যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে
থেকে সবচেয়ে বেশি অর্থ আয় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে অর্থ আয় করা
বিশ্বের শীর্ষ ১০ জনের একটি তালিকায় প্রকাশ করেছে ‘হোপার স্টাডি’। শীর্ষ
দশে রোনালদো ছাড়া ক্রীড়াবিদ আছেন মাত্র একজন। তিনি হলেন যুক্তরাষ্ট্রের
বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস। তালিকায় তার অবস্থান দশম। শীর্ষ দশে
রোনালদো এবং জেমস শুধু পুরুষ। তালিকায় রোনালদোর অবস্থান তৃতীয়। সবার ওপরে
আছেন মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ। ‘ডেইলি মেইল’-এর রিপোর্ট অনুযায়ী
সেলেনা একটি ছবি পোস্ট করলে তা থেকে ৪২৫,০০০ পাউন্ড আয় করেন। তালিকায় দুই
নম্বরে আছেন মার্কিন রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান। সামাজিক
যোগাযোগমাধ্যমে এক ছবি পোস্টে তার আয় ৩৮৭,০০০। আর তালিকায় দশ নম্বরে থাকা
বাস্কেটবল খেলোয়াড় জেমসের আয় ছবি প্রতি ৯৩,০০০ পাউন্ড। তালিকার শীর্ষ দশে
যুক্তরাষ্ট্রের কার্দাশিয়ান পরিবারের জয়জয়কার। শীর্ষ দলে এই পরিবার থেকে
রয়েছেন পাঁচজন। কিম কার্দাশিয়ান, কোলেও কার্দাশিয়ান ও কোর্টনি
কার্দানিশিয়ান- আপন তিন বোন রয়েছেন এই তালিকায়। এছাড়া তাদের দুই সৎ বোন
কাইলি জেনার ও কেন্ডাল জেনারও রয়েছেন শীর্ষ দশে।
No comments