বিজনেস ক্লাসে চড়ল চীনা দেবতা
বিমানের বিজনেস ক্লাসে চড়ে চীন থেকে মালয়েশিয়ায় এসেছে তিন চীনা দেবমূর্তি। মূর্তিগুলোকে চীনের বন্দরনগর শিয়ামেন থেকে বিমানের প্রথম শ্রেণীর আসনে করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আনা হয়। এগুলোর বিজনেস ক্লাসে বসার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। খবর বিবিসির। চীনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, চীন-মালয়েশিয়া সংস্কৃতি বিনিময় কর্মসূচির আওতায় শনিবার চীনের থিয়ান হৌ মন্দির থেকে মালয়েশিয়ায় তিনটি মূর্তি আনা হয়। এগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে সমুদ্রের দেবী মাজু। দক্ষিণ চীনে এবং মালয়েশিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানের বৌদ্ধ ও তাও ধর্মাবলম্বীরা এগুলোর পূজা করে থাকে। মাজুকে সমুদ্রে জেলে ও নাবিকদের রক্ষক মনে করা হয়। দ্বিতীয় মূর্তিটি হচ্ছে দেবতা কিয়ানলিয়ানের। তাকে হাজার বছর দূরের বস্তু দেখতে সক্ষম দেবতা বলা হয়। আরেকটির নাম হচ্ছে শান ফেং। তাকে বলা হয় হাজার মাইল দূরের জিনিস শুনতে সক্ষম দেবতা। তারা উভয়ে স্বর্গে দেবতাদের রক্ষক। সিন চিউ ডেইলি নামে একটি দৈনিক জানায়, সমুদ্রের দেবতাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখাতে তাদেরকে বিমানের বিজনেস ক্লাসের তিনটি টিকিট কাটা হয়। প্রতিটি টিকিটের দাম ২ হাজার ৯১ রিঙ্গিত করে। মূর্তিগুলো সোমবার মেলাকা নিয়ে যাওয়ার আগে কুয়ালালামপুরে একটি শোভাযাত্রা হয়েছে। মেলাকায় এগুলো নিয়ে শোভাযাত্রা শেষে সিঙ্গাপুর ও পরে চীনে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
No comments