ডিএমপির উত্তরখান থানার ওসির মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরখান থানার ওসি শেখ সিরাজুল ইসলাম। বুধবার দুপুরে থানায় কর্তব্যরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে দ্রুত উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিরাজুল ইসলামের বয়স হয়েছিল ৫১ বছর। উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) মো. মামুনুর রহমান বলেন, মঙ্গলবার উত্তরখানের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী গ্রেফতার ও মাদক উদ্ধারে ব্লক রেইড পরিচালিত হয়। গভীর রাত পর্যন্ত থানায় অবস্থান করে ব্লক রেইড মনিটরিং করেন সিরাজুল ইসলাম।
পরে থানায় নিজ কক্ষেই তিনি ঘুমিয়ে পড়েন। মামুনুর রহমান আরও বলেন, সকালে রুটিনওয়ার্ক শুরুর পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিকালে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে সিরাজুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সিরাজুল ইসলামের লাশ গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সিরাজুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আলফাডাঙ্গা থানার হেলেঞ্চা গ্রামে জন্মগ্রহণ করেন।
No comments