লিপস্টিকে বুদ্ধি কমে!
নারীর
সাজসজ্জার অন্যতম অনুসঙ্গ লিপস্টিক। দুই ঠোঁট না রাঙালে সাজটাই যেন
অপূর্ণ থেকে যায়। কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, লিপস্টিক ব্যবহারে
নারীর বুদ্ধি কমে যায়। তাদের আচরণ ও শেখার ক্ষমতার ওপরও নেতিবাচক প্রভাব
ফেলে এটি। কারণ লিপস্টিকে থাকে ক্ষতিকারক সীসা। ইউনিভার্সিটি অব
ক্যালিফোর্নিয়ার গবেষকরা ঠোঁট রাঙানোর এ উপাদানকে নিয়ে গবেষণা করেন। এজন্য
অকল্যান্ডের ১২ তরুণীর ২২টি ব্র্যান্ডের লিপস্টিক ও লিপগ্লস সংগ্রহ করেন
তারা। গবেষণায় ১২টি লিপস্টিক ও লিপগ্লসে সীসা পাওয়া যায়। গবেষকরা বলেন,
লিপস্টিকে খুব কম মাত্রার সীসা ব্যবহার করা হয়। কিন্তু সামান্য এ সীসা জমতে
জমতে একদিন তা মানুষের বুদ্ধি ও আচরণের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এমনকি
গর্ভবতীরা সীসাযুক্ত লিপস্টিক ব্যবহার করলে গর্ভজাত সন্তানের ওপর তার
প্রভাব পড়তে পারে। ওয়েবসাইট।
No comments