মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী
তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ নাজিব বিন তুন হাজী আবদুল রাজাকের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় বিকাল ৩টা ৫৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মালয়েশিয়ার মানব সম্পদ বিষয়ক উপমন্ত্রী শ্রী হাজী ইসমাইল আব্দুল মুত্তালিব ও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার একেএম আতিকুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দরে পৌঁছানোর পর মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। পরে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল গ্র্যান্ড হায়াত কুয়ালালামপুরে নিয়ে যাওয়া হয়। এ সফর চলাকালে তিনি সেখানেই অবস্থান করবেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভুঁইয়া, তিন বাহিনীর প্রধানগণ, কূটনীতিক কোরের ডিন এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ঢাকায় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। বুধবার প্রধানমন্ত্রী গ্র্যান্ড হায়াত বল রুমে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সুবিধা বিষয়ক একটি সংলাপে যোগ দেবেন শেখ হাসিনা। বাংলাদেশ ও মালয়েশিয়ার ব্যবসায়ী নেতারা বৈঠকে অংশ নেবেন। বিকালে পুত্রজায়ার পারদানা স্কয়ারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। দ্বিপাক্ষিক বৈঠকের পর মালয়েশিয়ার সঙ্গে দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত এক নৈশভোজ সভায় তিনি যোগ দেবেন। বৃহস্পতিবার বেলা ১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।
No comments