ফিলিস্তিনকে ‘রাষ্ট্রে’র প্রতীকী স্বীকৃতি ফ্রান্সের এমপিদের
প্রতীকী অর্থে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্যরা। দেশটির পার্লামেন্টে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ব্যাপারে একটি প্রতীকী প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবটির পক্ষে পড়ে ৩৩৯ ও বিপক্ষে পড়ে ১৫১ ভোট। গত মঙ্গলবার ন্যাশনাল অ্যসেম্বলির ভোটের ফলে এ ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা নেয়ার ব্যাপারে ফ্রান্সের সরকারের ওপর চাপ বাড়বে। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সিনিয়র নেতা হানান আশরাওয়ি বলেন, ন্যায়বিচার ও মানব মর্যাদার পক্ষে একটি প্রস্তাব উত্থাপন করায় আমরা ফ্রান্সের পার্লামেন্ট সদস্যদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই। প্যারিস অবশ্য অতীতে ফিলিস্তিন ও ইসরাইল ইস্যুতে ‘দুই রাষ্ট্র সমাধানে’র পক্ষে অবস্থান পরিষ্কার করেছে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ব্যাপারেও তাদের পরিকল্পনার কথা জানিয়েছে। এদিকে এ ভোটের ফলে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হবে ইসরাইল। এর আগে বৃটিশ, স্প্যানিশ ও সুইডিশ এমপিরাও একই পথ অবলম্বন করায় ইসরাইল ক্ষোভ প্রকাশ করেছিল।
No comments