কুতুবদিয়া সমুদ্র সৈকত- প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতোই
আমরা বাংলাদেশের মানুষ হয়েও অনেকে বাংলার সৌন্দর্য উপভোগ করতে পারিনি। হয়তো জেনে , হয়তো না জেনে। হয়তো অবহেলা করে, হয়তো উপেক্ষা করে। কিন্তু আমরা দেশের বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য প্রচুর টাকা খরচ করি। যাই হোক, কুতুবদিয়া একটি দ্বীপ। এটি বাতি ঘরের জন্য বিখ্যাত। এর সমুদ্র সৈকতও দেখার মতোই। >>সামু ব্লগের কুতুবি থেকে
No comments