সানি লিওন এক রাতে জন্য দাবি করলেন কোটি রুপি!

এবারে আরও একবার নতুন আলোচনায় উঠে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত ইন্দো-কানাডিয়ান পর্নো তারকা ও বলিউডের অভিনেত্রী সানি লিওন।
থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য সানি এক রাতে দিল্লীর একটি ইভেন্টে পারফর্ম করার জন্য ১ কোটি রুপি সম্মানী দাবি করেছেন। সূত্র: এনডিটিভি

এ প্রসঙ্গে সানি বলেছেন, নতুন বছর উপলক্ষ্যে সারাদেশ আনন্দে মেতে উঠবে। আমি দিল্লীর এ ইভেন্টে পারফর্ম করার প্রস্তাব পাওয়ার পর ১ কোটি রুপি সম্মানী চেয়েছি। আমার মনে হয়, এটা থার্টি ফার্স্ট নাইট উদযাপনে তেমন কোনো অর্থ নয়।

সানি টাকার অঙ্কে খুবই সিরিয়াস। সানি লিওন ১ কোটি রুপি পেলেই দিল্লীর এ ইভেন্টে সশরীরে পারফর্ম করবেন।

এমনটাই জানিয়েছে এদিকে সানির নির্ভরযোগ্য সূত্র।


No comments

Powered by Blogger.