রায়েরবাজারে পিকেটার গুলিবিদ্ধ, এসআই আহত, আটক ৪ by আবাদুজ্জামান শিমুল

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) আহত হন বেশ কয়েকজন। এ ঘটনায় গুলিবিদ্ধ এক শিবির কর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আহত পুলিশের এসআই ও গুলিবিদ্ধ পিকেটারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ৮টার দিকে হাজারীবাগের রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সামনে হরতাল সমর্থনে ৫০/৬০ জনের একটি দল মিছিল বের করে। পুলিশ বাধা দিলে পিকেটাররা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। 

এ সময় দায়িত্ব পালনরত হাজারীবাগ থানার এসআই মিজান ইটের আঘাতে আহত হন। পুলিশের ছোড়া শর্টগানের গুলিতে আহত হন ইমরান নামে এক ব্যক্তি। আহত দু’জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত এসআই মিজান বাংলানিউজকে বলেন, ‘‘আমরা দায়িত্ব পালনরত অবস্থায় পিকেটাররা আমাদের ওপর হামলা চালান।’’

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ ইমরান নিজেকে পথচারী দাবি করলেও তিনি একজন শিবির কর্মী বলে জানা জানা গেছে। ইট লেগে আহত হয়েছেন এসআই মিজান। এ ঘটনায় ইমরানসহ আরও তিনজনকে আটক করেছে পুলিশ। এখনও অভিযান চলছে। পুরো এলাকায় টহল দিচ্ছে পুলিশ।

No comments

Powered by Blogger.