পুনম পাণ্ডে নগ্ন হতে রাজি চুমুতে লজ্জা!
নগ্ন হওয়াতে
কোন অস্বস্তি নেই ভারতের অভিনেত্রী পুনম পাণ্ডের। কিন্তু দৃশ্যের
প্রয়োজনে চুমু খেতে যথেষ্ট লাজুক তিনি। বিষয়টি অবাক করার মতো ঠেকেছে
অনেকের কাছে।
গত বছর ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে উদযাপনের ঘোষণা দিয়ে
হৈচৈ ফেলে দিয়েছিলেন তারকা খ্যাতির জন্য মরিয়া পুনম। সমপ্রতি অভিষেকের
জন্য অমিত সাক্সেনার বয়স্কদের ছবি ‘নেশা’তে অভিনয় করছেন তিনি।
এতে
চরিত্রের প্রয়োজনে নগ্ন হয়ে পোজ দিচ্ছেন তিনি। কিন্তু যখনই সহ-অভিনেতার
সঙ্গে চুমুর দৃশ্য এসেছে তখনই ভীষণ লাজুক হয়ে গেছেন পুনম। অস্বস্তিবোধ
করেছেন সেই দৃশ্যে অভিনয় করতে। বিষয়টি বিস্মিত করেছে সবাইকে।
No comments