আসিফের ‘এক্স প্রেম’
স্টাফ রিপোর্টার: ফের অ্যালবামে ফেরার ঘোষণা দেয়ার পর নতুন অ্যালবামের কাজ এরই মধ্যে শুরু করেছেন সংগীত তারকা আসিফ। অ্যালবামের নামটাও ঠিক করে ফেলেছেন। নাম রেখেছেন ‘এক্স প্রেম’। যদিও ভিন্ন ধারার এমন নাম রাখার স্বার্থকতা এখনই ব্যাখ্যা করতে নারাজ তিনি। তবে জানান দিয়েছেন অ্যালবাম নিয়ে ব্যাপক পরিকল্পনার কথা। আসিফ জানান, এরই মধ্যে তরুণ এবং প্রীতম গান তৈরির কাজ শুরু করে দিয়েছেন। অ্যালবামে গান থাকছে দশটি। ইতিমধ্যে দেশের সেরা গীতিকারদের কাছ থেকে গানের কথা সংগ্রহ শুরু করেছেন আসিফ। তিনি জানান, তরুণ-প্রীতম ছাড়াও এ অ্যালবামে সংগীত পরিচালক হিসেবে গান করার সম্ভাবনা রয়েছে আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার এবং হাবিবের। আর অ্যালবামটি প্রকাশ পাচ্ছে আগস্ট মাসে আসন্ন ঈদে। সে পরিকল্পনা নিয়েই এগুচ্ছেন আসিফ। ‘এক্স প্রেম’ প্রসঙ্গে আসিফ বলেন, ফিরে আসলেই তো হবে না। আসার মতো করে আসতে হবে। আমি গত প্রজন্মের শেষ বংশধর হলেও চলতি প্রজন্মের কথা মাথায় রাখতে হবে। সে
জন্যই এবার আমি আমার গানের কথা এবং সুর-সংগীত নিয়ে শতভাগ এক্সপেরিমেন্ট করতে চাই। সেই লক্ষ্য নিয়েই বাচ্চু ভাই, পার্থ দা, বাপ্পা দা, হাবিবসহ আরও অনেককে নিয়ে বাকী গানগুলো সাজাতে চাই। সপ্তাহ খানেকের মধ্যে উনাদের সঙ্গে আমার গানগুলো নিয়ে বসবো। আশা করছি উনাদের সবার সহযোগিতা পাবো। এর মধ্যে তরুণ ও প্রীতমের সঙ্গে কাজ শুরু করে দিয়েছি। আশা করছি এ মাসের মধ্যেই সবার সঙ্গে মিটিং করে চূড়ান্ত করে ফেলবো। নতুন একক ‘এক্স প্রেম’ নিয়ে আসিফের পরিকল্পনা প্রায় আকাশ ছুঁই। তার এই প্রত্যাবর্তন দিয়ে শতভাগ চমক দেখাতে চান গানওয়ালাদের। মৃত প্রায় অডিও ইন্ডাস্ট্রিতে আবারও প্রমাণ করতে চান নিজের অবস্থান। উল্লেখ্য, ২০০৯ সালে ‘সেই দিন গুলি কই’ শিরোনামে আসিফের সর্বশেষ একক প্রকাশ পায়। এটি ছিল তার দশ বছরের অডিও ক্যারিয়ারের ২৮তম একক অ্যালবাম।
জন্যই এবার আমি আমার গানের কথা এবং সুর-সংগীত নিয়ে শতভাগ এক্সপেরিমেন্ট করতে চাই। সেই লক্ষ্য নিয়েই বাচ্চু ভাই, পার্থ দা, বাপ্পা দা, হাবিবসহ আরও অনেককে নিয়ে বাকী গানগুলো সাজাতে চাই। সপ্তাহ খানেকের মধ্যে উনাদের সঙ্গে আমার গানগুলো নিয়ে বসবো। আশা করছি উনাদের সবার সহযোগিতা পাবো। এর মধ্যে তরুণ ও প্রীতমের সঙ্গে কাজ শুরু করে দিয়েছি। আশা করছি এ মাসের মধ্যেই সবার সঙ্গে মিটিং করে চূড়ান্ত করে ফেলবো। নতুন একক ‘এক্স প্রেম’ নিয়ে আসিফের পরিকল্পনা প্রায় আকাশ ছুঁই। তার এই প্রত্যাবর্তন দিয়ে শতভাগ চমক দেখাতে চান গানওয়ালাদের। মৃত প্রায় অডিও ইন্ডাস্ট্রিতে আবারও প্রমাণ করতে চান নিজের অবস্থান। উল্লেখ্য, ২০০৯ সালে ‘সেই দিন গুলি কই’ শিরোনামে আসিফের সর্বশেষ একক প্রকাশ পায়। এটি ছিল তার দশ বছরের অডিও ক্যারিয়ারের ২৮তম একক অ্যালবাম।
No comments