পদত্যাগ করবেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ
মানবজমিন ডেস্ক: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ উইলিয়াম ড্যালি পদত্যাগ করছেন বলে খবর দিয়েছেন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা। গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে নিয়োগ দিয়েছিলেন। বর্তমানে হোয়াইট হাউসের বাজেট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনকারী জ্যাকব লিউ এ মাসের শেষদিকে ড্যালির স্থলাভিষিক্ত হবেন। এর ফলে, এ নিয়ে তৃতীয়বারের মতো ওবামা নতুন চিফ অব স্টাফকে নিয়োগ দিতে চলেছেন। সাবেক ব্যাংকার ও রাজনৈতিক আন্দোলনকারী ড্যালি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অধীনে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ও ২০০০ সালে প্রেসিডেন্ট প্রার্থী আল গোরের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এ খবর দিয়ে অনলাইন আল-জাজিরা জানিয়েছে, উইলিয়াম ড্যালির পদত্যাগের আগাম খবর দিয়েছেন হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা।
No comments