শৈলকুপায় বিএনপি নেতার পায়ের রগ কর্তন
ঝিনাইদহ প্রতিনিধি : শৈলকুপায় শরিফুল ইসলাম (৪৮) নামে এক বিএনপি নেতার দুই পায়ের রগ কর্তন করেছে সন্ত্রাসীরা। গতকাল সকালে শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আহত শরিফুল কাঁচেরকোল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি মেম্বার।
এলাকাবাসী ও বিএনপি নেতার পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে শরিফুল ইসলাম বাড়ি থেকে শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে আসছিলেন। পথিমধ্যে কচুয়া গ্রাম থেকে ৭-৮ জনের একদল সন্ত্রাসী তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এরপর তারা মির্জাপুর গ্রামের মাঠে নিয়ে দুই পায়ের রগ কেটে নেয় এবং এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী শরিফুল ইসলামকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
এদিকে শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবদুল ওহাব ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
এলাকাবাসী ও বিএনপি নেতার পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে শরিফুল ইসলাম বাড়ি থেকে শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে আসছিলেন। পথিমধ্যে কচুয়া গ্রাম থেকে ৭-৮ জনের একদল সন্ত্রাসী তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এরপর তারা মির্জাপুর গ্রামের মাঠে নিয়ে দুই পায়ের রগ কেটে নেয় এবং এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী শরিফুল ইসলামকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
এদিকে শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবদুল ওহাব ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
No comments