ফিরে দেখাঃ ডেল কার্নেগি by ইমরান রহমান
আমেরিকান লেখক ডেল ব্রাকেনরিজ কার্নেগি ১৮৮৮ সালের ২৪ নভেম্বর মিসৌরির মেরিভিলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রভাষক। তবে মানুষের ব্যক্তিত্ব বিকাশে সহায়ক গবেষণামূলক বইপত্র লিখে তিনি বিখ্যাত হয়ে আছেন। তার লিখিত বিখ্যাত গ্রন্থ হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল প্রকাশিত হয় ১৯৩৬ সালে। তৎকালীন সবচেয়ে বেশি কাটতির এই বইটির জনপ্রিয়তা আজও এতটুকু কমেনি। এছাড়াও আত্মজৈবনিক গ্রন্থ লিঙ্কন দি আননোনের মতো বই লিখে বিশ্ব সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন।
কার্নেগির জন্ম এক গরিব কৃষক পরিবারে। তার বাবা জেমস উইলিয়াম কার্নেগি এবং মা আমান্দা এলিজাবেথ হার্মিসন। কৈশোরে প্রতিদিন নিজেদের গাভীর দুধ দোহানোর জন্য তাকে উঠতে হতো ভোর ৪টায়। যা হোক, এরপরও প্রবল ইচ্ছাশক্তির জোরে ওয়ারেনসবার্গের স্টেট টিচার্স কলেজে ভর্তি হয়েছিলেন পড়াশোনার জন্য। কলেজের পাঠ শেষে তিনি গবাদিপশুর খামারে ‘পত্রযোগে নির্দিষ্ট পাঠক্রমানুযায়ী শিক্ষাদান পদ্ধতি’ বিক্রির কাজ নিয়েছিলেন। বাকচাতুর্য ও উপস্থাপন গুণে তিনি নিজেকে একজন দক্ষ সেল্সম্যান হিসেবে প্রমাণ করতে সক্ষম হন। নিউইয়র্কে ফিরে আসার পর ওয়াইএমসিএতে থাকাকালীন তিনি প্রথম আবিষ্কার করেন কীভাবে মানুষের কথোপকথন শৈল্পিক হয়ে উঠতে পারে এবং জনসমক্ষে বক্তৃতাকালীন একজন মানুষ সাবলীল থাকতে পারে।
কার্নেগির প্রথম বিয়ে টেকেনি। ১৯৪৪ সালে তিনি আবার বিয়ে করেন।
১৯৫৫ সালের ১ নভেম্বর কার্নেগি মৃত্যুবরণ করেন। বেল্টনে তাকে সমাহিত করা হয়।
কার্নেগির প্রথম বিয়ে টেকেনি। ১৯৪৪ সালে তিনি আবার বিয়ে করেন।
১৯৫৫ সালের ১ নভেম্বর কার্নেগি মৃত্যুবরণ করেন। বেল্টনে তাকে সমাহিত করা হয়।
No comments