উত্তর কোরিয়ায় বন্দিদের সাধারণ ক্ষমা ঘোষণা
মানবজমিন ডেস্ক: উত্তর কোরিয়ার প্রয়াত দু’নেতার জন্মবার্ষিকীকে সম্মান জানাতে বন্দিদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। তবে, এ ক্ষমার আওতায় কতজন বন্দিকে মুক্তি দেয়া হবে, সে ব্যাপারে কোন সুনির্দিষ্ট তথ্য দেয়া হয়নি। তাদের কোন তালিকাও প্রকাশ করা হয়নি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ বলেছে, দেশটির প্রয়াত নেতা কিম জং-ইল ও তার প্রয়াত পিতা কিম ইল-সুংয়ের সম্মানে আগামী ১লা ফেব্রুয়ারি থেকে এ সাধারণ ক্ষমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। গত মাসে এ নেতার প্রয়াণে দেশটির সর্বসাধারণের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিসংখ্যানে বলা হচ্ছে, উত্তর কোরিয়ার বিভিন্ন রাজনৈতিক বন্দিশিবির বা কারাগারগুলোতে প্রায় ২ লাখ বন্দি রয়েছে। এ বছর কিম জং ইলের ৭০তম জন্মবার্ষিকী ও তার পিতা ও দেশটির অপর সাবেক নেতা কিম ইল-সুংয়ের শততম জন্মবার্ষিকী পালিত হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিসংখ্যানে বলা হচ্ছে, উত্তর কোরিয়ার বিভিন্ন রাজনৈতিক বন্দিশিবির বা কারাগারগুলোতে প্রায় ২ লাখ বন্দি রয়েছে। এ বছর কিম জং ইলের ৭০তম জন্মবার্ষিকী ও তার পিতা ও দেশটির অপর সাবেক নেতা কিম ইল-সুংয়ের শততম জন্মবার্ষিকী পালিত হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
No comments