ডিসিসি উত্তর - ফাইল স্বাক্ষর করে সময় কাটছে প্রশাসকের
কাজী সোহাগ: ফাইল স্বাক্ষর করে সময় কাটছে ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসকের। দিনে অন্তত ৬০টি ফাইলে তিনি স্বাক্ষর করেন পৃষ্ঠা ১৭ কলাম ১
। এসব ফাইলের বেশিরভাগই করপোরেশনের উন্নয়নমূলক কাজের। গত ডিসেম্বরে করপোরেশনে প্রশাসক হিসেবে যোগ দেন খোরশেদ আলম চৌধুরী। এদিকে, ৮১ গুলশান এভিনিউর ঠিকানা এখনও জানেন না করপোরেশনের বেশিরভাগ সাধারণ নাগরিক। অনেকে এটাকে মেয়র ভবন হিসেবেই জানেন। বেশিরভাগ রিকশা কিংবা সিএনজি চালিত গাড়ির চালকরা জানেন না এটা নগর ভবন। তাই নতুন এ নগর ভবনে নেই চিরপরিচিত ভিড়। আবেদন নিয়ে ঘোরাঘুরির করতেও দেখা যায় না কাউকে। দিনে ২০ থেকে ২৫ জন আসছেন তাদের বিভিন্ন বিষয় নিয়ে। প্রশাসককে জানাচ্ছেন তাদের দাবি-দাওয়া। কেউ কেউ দক্ষিণ সিটি করপোরেশন থেকে ছুটে আসছেন উত্তরে। পুরাতন নগর ভবনের কিছু কর্মকর্তা বদলি হয়ে উত্তর সিটি করপোরেশনে আসায় তাদের স্বাক্ষরের জন্য আসতে হচ্ছে অনেককে। এদিকে ১ মাস অতিবাহিত হলেও এখনও করপোরেশনের অফিস গোছানো সম্ভব হয়নি। কর্মকর্তা-কর্মচারীদের বসার জায়গা তৈরি করতেই হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্তপক্ষ। কে কোথায় বসবেন এ নিয়েই ব্যতিব্যস্ত তারা। গতকাল সরেজমিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে এ চিত্র দেখা যায়। রাজধানীর মিরপুর থেকে এসেছিলেন ব্যবসায়ী আমিনুল ইসলাম। তিনি বলেন, বাড়ির সামনে ময়লা-আবর্জনার স্তূপ রাখা হয়েছে। দুর্গন্ধে বসবাস করা কঠিন হয়ে পড়ছে। স্তূপ সরানোর আবেদন নিয়ে করপোরেশনে ঘুরছি। তিনি বলেন, প্রথমে গুলিস্তান নগর ভবনে গিয়ে জানলাম দরখাস্ত এখানে দিতে হবে। কিন্তু প্রশাসক মন্ত্রণালয়ে মিটিংয়ে থাকায় আজ জমা দিতে পারলাম না। সময় বের করে আবার আসতে হবে। নতুন নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা জানান, অফিস গোছানোর কাজ পুরোপুরি শেষ হয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে আজ অথবা আগামীকালের মধ্যে আরও ৮০ জন কর্মকর্তা-কর্মচারী যোগ দেবেন। তবে তাদের বসার স্থান এখনও ঠিক হয়নি। তিনদিন আগে শুরু হয়েছে রাজস্ব বিভাগের কাজ। আপাতত বনানী কমিউনিটি সেন্টারে তাদের অফিস ঠিক করা হয়েছে। তারা জানান, এরই মধ্যে নগর ভবনের অফিসের জন্য কাওরান বাজারের জনতা টাওয়ার ও ইস্কাটনের বোরাক সেন্টারের নাম প্রস্তাব করা হয়েছে। এ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া কাওরান বাজারে স্থায়ী নগর ভবন নির্মাণের একটি প্রস্তাব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রশাসকের একান্ত সচিব খোরশেদ আলম চৌধুরীর একান্ত সচিব শামীম আহমেদ বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। কিছু উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে কাওরান বাজারের আন্ডারপাস রক্ষণাবেক্ষণের দায়িত্ব এটিএন বাংলাকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা পরীক্ষামূলক। সফল হলে রাজধানীর আরও অনেক ওভারব্রিজ, ফুটওভার ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের হাতে দেয়া হবে। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন শিগগিরই নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করতে যাচ্ছে। ঠিাকানা-িি.িফহপপ.মড়া.নফ.পড়স. এতে করপোরেশনের সার্বিক কাজের বিবরণ থাকবে। কবে কোথায় কি কাজ করা হবে তার বিস্তারিত দেয়া হবে ওয়েবসাইটে। নতুন নগর ভবনের দায়িত্ব পালন প্রসঙ্গে প্রশাসক খোরশেদ আলম চৌধুরী মানবজমিনকে বলেন, একটা নতুন সিটি করপোরেশনের দায়িত্ব নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। নাগরিক সেবা নিশ্চিত করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব। তিনি বলেন, নতুন নগর ভবন হওয়ায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। তকে নগরবাসীর সেবায় তাতে কোন প্রভাব পড়বে না বলে আমার বিশ্বাস। প্রসঙ্গত ২৯শে নভেম্বর ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) উত্তর-দক্ষিণে বিভক্ত করা হয়। এরপর বিভক্ত সিটি করপোরেশনে সরকার প্রশাসক নিয়োগ দেয়।
। এসব ফাইলের বেশিরভাগই করপোরেশনের উন্নয়নমূলক কাজের। গত ডিসেম্বরে করপোরেশনে প্রশাসক হিসেবে যোগ দেন খোরশেদ আলম চৌধুরী। এদিকে, ৮১ গুলশান এভিনিউর ঠিকানা এখনও জানেন না করপোরেশনের বেশিরভাগ সাধারণ নাগরিক। অনেকে এটাকে মেয়র ভবন হিসেবেই জানেন। বেশিরভাগ রিকশা কিংবা সিএনজি চালিত গাড়ির চালকরা জানেন না এটা নগর ভবন। তাই নতুন এ নগর ভবনে নেই চিরপরিচিত ভিড়। আবেদন নিয়ে ঘোরাঘুরির করতেও দেখা যায় না কাউকে। দিনে ২০ থেকে ২৫ জন আসছেন তাদের বিভিন্ন বিষয় নিয়ে। প্রশাসককে জানাচ্ছেন তাদের দাবি-দাওয়া। কেউ কেউ দক্ষিণ সিটি করপোরেশন থেকে ছুটে আসছেন উত্তরে। পুরাতন নগর ভবনের কিছু কর্মকর্তা বদলি হয়ে উত্তর সিটি করপোরেশনে আসায় তাদের স্বাক্ষরের জন্য আসতে হচ্ছে অনেককে। এদিকে ১ মাস অতিবাহিত হলেও এখনও করপোরেশনের অফিস গোছানো সম্ভব হয়নি। কর্মকর্তা-কর্মচারীদের বসার জায়গা তৈরি করতেই হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্তপক্ষ। কে কোথায় বসবেন এ নিয়েই ব্যতিব্যস্ত তারা। গতকাল সরেজমিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে এ চিত্র দেখা যায়। রাজধানীর মিরপুর থেকে এসেছিলেন ব্যবসায়ী আমিনুল ইসলাম। তিনি বলেন, বাড়ির সামনে ময়লা-আবর্জনার স্তূপ রাখা হয়েছে। দুর্গন্ধে বসবাস করা কঠিন হয়ে পড়ছে। স্তূপ সরানোর আবেদন নিয়ে করপোরেশনে ঘুরছি। তিনি বলেন, প্রথমে গুলিস্তান নগর ভবনে গিয়ে জানলাম দরখাস্ত এখানে দিতে হবে। কিন্তু প্রশাসক মন্ত্রণালয়ে মিটিংয়ে থাকায় আজ জমা দিতে পারলাম না। সময় বের করে আবার আসতে হবে। নতুন নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা জানান, অফিস গোছানোর কাজ পুরোপুরি শেষ হয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে আজ অথবা আগামীকালের মধ্যে আরও ৮০ জন কর্মকর্তা-কর্মচারী যোগ দেবেন। তবে তাদের বসার স্থান এখনও ঠিক হয়নি। তিনদিন আগে শুরু হয়েছে রাজস্ব বিভাগের কাজ। আপাতত বনানী কমিউনিটি সেন্টারে তাদের অফিস ঠিক করা হয়েছে। তারা জানান, এরই মধ্যে নগর ভবনের অফিসের জন্য কাওরান বাজারের জনতা টাওয়ার ও ইস্কাটনের বোরাক সেন্টারের নাম প্রস্তাব করা হয়েছে। এ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া কাওরান বাজারে স্থায়ী নগর ভবন নির্মাণের একটি প্রস্তাব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রশাসকের একান্ত সচিব খোরশেদ আলম চৌধুরীর একান্ত সচিব শামীম আহমেদ বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। কিছু উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে কাওরান বাজারের আন্ডারপাস রক্ষণাবেক্ষণের দায়িত্ব এটিএন বাংলাকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা পরীক্ষামূলক। সফল হলে রাজধানীর আরও অনেক ওভারব্রিজ, ফুটওভার ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের হাতে দেয়া হবে। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন শিগগিরই নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করতে যাচ্ছে। ঠিাকানা-িি.িফহপপ.মড়া.নফ.পড়স. এতে করপোরেশনের সার্বিক কাজের বিবরণ থাকবে। কবে কোথায় কি কাজ করা হবে তার বিস্তারিত দেয়া হবে ওয়েবসাইটে। নতুন নগর ভবনের দায়িত্ব পালন প্রসঙ্গে প্রশাসক খোরশেদ আলম চৌধুরী মানবজমিনকে বলেন, একটা নতুন সিটি করপোরেশনের দায়িত্ব নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। নাগরিক সেবা নিশ্চিত করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব। তিনি বলেন, নতুন নগর ভবন হওয়ায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। তকে নগরবাসীর সেবায় তাতে কোন প্রভাব পড়বে না বলে আমার বিশ্বাস। প্রসঙ্গত ২৯শে নভেম্বর ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) উত্তর-দক্ষিণে বিভক্ত করা হয়। এরপর বিভক্ত সিটি করপোরেশনে সরকার প্রশাসক নিয়োগ দেয়।
No comments