লালকার্ডের জন্য রুনি দায়ী নন
স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার কম্পানির লালকার্ড পাওয়ার জন্য ওয়েইন রুনি দায়ী নন। তিনি তার সীমার মধ্যে থেকেই রেফারি ক্রিস ফয়’র ওপর চাপ করেছিলেন- এমন দাবি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। বেলজিয়ামের ফুটবলার কমপ্যানি অবশ্য তার লালকার্ডের ব্যাপারে আবেদন করেছেন। যদি তার আবেদন গৃহীত না হয় তবে তিনি ৪ ম্যাচের জন্য বহিষ্কৃত হবেন। রোববার ওই খেলায় ১০ জনের দল নিয়েও ম্যান সিটি লড়াই করে যায়। তবে শেষ পর্যন্ত ২-৩ গোলে হেরে তাদের এফএ কাপ থেকে বিদায় নিতে হয়। ম্যান সিটির কোচ মানসিনি বলেন, রুনির চ্যালেঞ্জের কারণেই রেফারি কমপ্যানিকে লালকার্ড দেখান। ম্যান সিটির ন্যানিকে ফাউল করেছিলেন কমপ্যানি। তবে ন্যানি ফাউলও দবি করেননি। বরং বলের দখল নিতে ছুটতে থাকেন। সোমবার ফিফা’র পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে ফার্গুসন বলেন, আমি মনে করি না রুনির কোন দোষ আছে। সেটা একটা বেপরোয়া ফাউল ছিল। বাজে চ্যালেঞ্জের জন্য যে কেউ প্রতিক্রিয়া দেখাতে পারে। টুইটারে রুনিও লিখেছেন এটি হাস্যকর যে, মানুষ কিভাবে মনে করে কম্পানির বহিষ্কারের জন্য আমি দায়ী। আমি রেফারিও নই, আর আমি তাকে লালকার্ডও দেখাইনি।
No comments