নতুন বছরে রাখির নতুন দাবি
একটি স্টেজ শোতে পারফর্ম করার জন্য ৫০ লাখ টাকা দাবি করলেন রাখি সাওয়ান্ত। ব্যাপারটা অবাক করার মতো হলেও এটাই ঘটেছে। এ অর্থ প্রদান না করলে শোতে পারফর্ম করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। জানা গেছে, নতুন বছরে নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন তিনি। গত বছরজুড়ে বিভিন্ন কারণেই আলোচনায় ছিলেন রাখি সাওয়ান্ত। এর বাইরে শীর্ষ আইটেম গার্লের তকমাও রয়েছে তার নামের পাশে। সে কারণেই নতুন বছরে আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকছেন তিনি। আসছে ফেব্রুয়ারিতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করতে বলা হয়েছিল রাখিকে। সেখানে তিনটি গানে পারফর্মের জন্য তাকে বলা হয়েছিলো। কিন্তু ৫০ লাখের মতো বড় অঙ্কের পারিশ্রমিক চাওয়ায় সেই শোতে তার বিকল্প হিসেবে অন্য কোন আইটেম গার্লকে নেয়া হচ্ছে বলেও জানা গেছে। এদিকে কোন শোতে পারফরমেন্সের জন্য পারিশ্রমিকের দিক দিয়ে এর নিচে নামবেন না বলে ঘোষণা দিয়েছেন রাখি। অন্যদিকে এখন থেকে আইটেম গানে পারফরমেন্সের জন্যও ৫০ লাখের কম পারিশ্রমিক নেবেন না বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে তার ভাষ্য, একটি প্রোগ্রাম বা ছবির বাজেট যদি ২০ থেকে ২৫ কোটি হয়, সেখানে আমার মতো একজন শীর্ষ আইটেম গার্লের ৫০ লাখ টাকা পাওয়াই উচিত। আর যে কোন স্টেজ শো বা ছবি হোক, সময়ের পরিবর্তনে সবার দৃষ্টি থাকে আইটেম গান ও আইটেম গার্লের দিকে। সেদিক থেকে হিসাব করলে একটি ছবির প্রচারণা ও ব্যবসা সফলতার দিক দিয়ে আইটেম গান বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব হিসাব নিকাশ করেই নতুন বছরে আমার নতুন পারিশ্রমিক ঠিক করেছি। এটাকে যে যেভাবে খুশি নিতে পারেন। আই ডোন্ট কেয়ার।
No comments