রক্ষা পেলো রিয়াল, অসাধারণ মায়োর্কা



স্পোর্টস ডেস্ক: প্রতিপক্ষ কিপারের ভুলে পাওয়া গোলে রক্ষা পেলো রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার কিংস কাপের খেলায় মালাগাকে ওই একমাত্র গোলে পরাজিত করে পরের রাউন্ডে উন্নীত হয়েছে এল-গ্যালাকটিকোরা। মালাগার আর্জেন্টাইন গোলরক্ষক উইলি কাবালেরো ম্যাচজুড়ে উজ্জ্বল থাকলেও শেষ ভুলে ম্লান হয় তার দারুণ নৈপুণ্য। খেলার ৭১ মিনিটে বদলি খেলতে নেমে গোলটি করেন তুখোড় ফর্মের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। হাঁটুগেড়ে দু’হাতে তুলতে গিয়ে দু’ পায়ের ফাঁক গলে বল কাবালেরোর গোললাইন অতিক্রম করে। এই গোল না পেলে কিংস কাপ থেকে ছিটকে যেতো রিয়াল মাদ্রিদ। কারণ নিজ মাঠের প্রথম লেগের খেলায় রিয়াল জয় পেলেও তা ছিল ৩-২ গোলে। আর ওই জয়টাও রিয়ালকে সহজে দেয়নি দ্বীপ শহরের দলটি। ওই ম্যাচের শুরুর আধা ঘণ্টায় দুই গোলে এগিয়ে গিয়ে রিয়ালের গ্যালারি থমকে দিতে পেরেছিল মালাগা। তবে খেলার ৬৩ মিনিট থেকে শুরু করে দশ মিনিটে তিন গোল আদায় করে বিপদ কাটিয়েছিল রিয়াল তারকারা। মঙ্গলবার নিজ মাঠেও ৭১ মিনিট পর্যন্ত রিয়ালকে গোলবঞ্চিত রাখে মালাগা। রিয়ালের এই জয়ে আরেকটি এল ক্ল্যাসিকো উপভোগের প্রস্তুতি নিতে পারেন ফুটবলভক্তরা। আজ ওসাসুনার সঙ্গে ম্যাচে নিশ্চিত করতে পারলে বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মরিনহো শিষ্যদের। প্রথম লেগের খেলায় ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে মেসিরা।
৭ মিনিটে চার গোল
এদিন অবিশ্বাস্য ফুটবলে জয় পেয়ে পরের রাউন্ডে গেছে রিয়াল মায়োর্কা। মাত্র ৭ মিনিটে ৪ গোল তুলে নেয় তারা। মঙ্গলবারের এ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৬-১ গোলের জয়ে মায়োর্কার পক্ষে গোল ব্যবধান (এগ্রিগেট) দাঁড়ায় ৬-৩। প্রথম লেগের খেলায় ২-০ গোলের জয় সঙ্গে নিয়েই এ ম্যাচে খেলতে নেমেছিল সোসিয়েদাদ তারকারা। আর এদিনের ম্যাচের ১৬ মিনিটে গোল করে প্রথমে এগিয়ে যায় সোসিয়েদাদই। কিন্তু স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসিয়ে পরের রাউন্ডে খেলা নিশ্চিত করে মায়োর্কা।

No comments

Powered by Blogger.