পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করলেন সুচি
মানবজমিন ডেস্ক: মিয়ানমারের আসন্ন উপনির্বাচনে পার্লামেন্টের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিশ্চিত করেছেন বিরোধীদলীয় নেত্রী অং সান সুচি। বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমক্রেসির পক্ষ থেকে গতকাল এ তথ্য জানানো হয়েছে। দলীয় মুখপাত্র নেয়ান ইউন গতকাল বলেছেন, সোমবার দলের এক মিটিংয়ে সুচি নিজ শহর ইয়াঙ্গুনের শহরতলি কাউহমু থেকে পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। সুচির এ সিদ্ধান্ত আগামী এপ্রিলে অনুষ্ঠেয় উপ-নির্বাচনের বৈধতার মাত্রা আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। সু চি গত বছর পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করলেও তিনি এতদিন এ ব্যাপারে কোন উচ্চবাচ্য করেননি। এ নির্বাচনে নোবেল জয়ী সু চিকে পার্লামেন্টে প্রথমবারের মতো বিরোধীদলীয় নেত্রীর ভূমিকা পালনের সুযোগ করে দেবে। ২০১০ সালের নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনের সময় সু চি গৃহবন্দি ছিলেন। তার গৃহবন্দি থাকার কারণেই মূলত ন্যাশনাল লীগ ফর ডেমক্রেসি নির্বাচন বর্জন করে।॥
No comments