যৌন আবেদনের কারিশমা দেখাবেন সোনাক্ষী
বিনোদন ডেস্ক: নিজের প্রথম অভিনীত ছবি ‘দাবাং’-এ সালমানের বিপরীতে একেবারেই সাধারণ ঘরের মেয়ের চরিত্রে অভিনয় করেও দর্শক হৃদয় জয় করতে সক্ষম হয়েছিলেন সোনাক্ষী সিনহা। খোলামেলা না হয়েও যে আলোচনায় আসা সম্ভব সেটা শত্রুঘ্ন সিনহা কন্যা সোনাক্ষী ভালই বুঝিয়ে দিয়েছিলেন এই ছবিতে। দ্বিতীয় ছবিতেও নয়ারূপে হাজির হচ্ছেন তিনি। ‘লুটেরা’ নামক এই ছবিতে আঁটসাঁট পোশাকে দেখা যাবে সোনাক্ষীকে। খোলামেলা হয়ে না আসলেও এই ছবির কয়েকটি গানে তিনি শাড়িতেই তার যৌন আবেদনের কারিশমা দেখাবেন দর্শকদের। মূলত বিক্রমাদিত্য পরিচালিত রোমান্টিক এই ছবির কাহিনী ১৯৫০ সালের প্রেক্ষাপটে গড়ে উঠেছে। তাই সেই সময়ের রূপেই সোনাক্ষীকে ছবিতে দেখা যাবে। ‘লুটেরা’ ছবিতে বাঙালি একজন তরুণীর চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষী। আর এই চরিত্রে অভিনয় করতে গিয়ে তাকে শাড়ি, জুয়েলারি ও বাঙালি সাজসজ্জায় সজ্জিত হতে হবে। এখানে সোনাক্ষী অভিনয় করছেন সময়ের হার্টথ্রব অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে। ছবির একটি গান হওয়ার কথা রয়েছে বৃষ্টিতে। এই গানে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন তিনি। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী সোনাক্ষী বলেন, এই চরিত্রটি আমার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। কারণ, আমি এই প্রজন্মের মেয়ে হয়েও ছবিটিতে আমাকে ১৯৫০ সালের প্রেক্ষাপটে অভিনয় করতে হবে। পাশাপাশি আঁটসাঁট পোশাকে থাকতে হবে। ছবিতে নাকি বেশ কয়েকটি ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যও রয়েছে। সে কারণেই আমি বেশ এক্সাইটেড ছবিটি নিয়ে।
No comments