ফিরে দেখাঃ উইলিয়াম কুপার by ইমরান রহমান
খ্যাতিমান ইংরেজ কবি উইলিয়াম কুপার ১৭৩১ সালের ২৬ নভেম্বর হার্ডফোর্ডশায়ারের বার্কহামস্টিডে জন্মগ্রহণ করেন। কবির পাশাপাশি তিনি ছিলেন স্তোত্র রচয়িতা। তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা কবি। বিভিন্ন কারণেই তিনি ছিলেন রোমান্টিক কবিতার অন্যতম অগ্রদূত। এসটি কলরিজের মতে, আধুনিক কবি হিসেবে কুপার ছিলেন শ্রেষ্ঠতম।
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থও তার ভূয়সী প্রশংসা করেন। কুপারের আরেকটি পরিচয় হলো তিনি কবি জুডিথ মাদানের ভাগ্নে। ওয়েস্টমিনিস্টার স্কুল থেকে পড়াশোনা শেষে আইন বিষয়ে নিবন্ধিত হন। অবসর সময়ে কুপার চাচার বাসায় সময় কাটাতেন। এমনকি চাচাতো বোনকে বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু নিকটাত্মীয়তাজনিত প্রতিবন্ধকতার কারণে তাদের বিয়ে হতে পারেনি। এ ঘটনায় পরবর্তী সময়ে কুপার বিক্ষিপ্ত হয়ে পড়েন। তিনি বিষণ্নতায় আক্রান্ত হয়েছিলেন। জীবনে তিনি তিনবার আত্মহত্যার চেষ্টা চালান। আত্মহত্যার চেষ্টার পর তিনি বিখ্যাত কবিতা হেট্রেড অ্যান্ড ভেনজিয়েন্স, মাই এটারনাল পরসনস্ রচনা করেন। পরবর্তী সময়ে বেশ কিছুকাল কুপার সুস্থ ছিলেন। কিন্তু ১৭৭৩ সালে বন্ধুর স্ত্রীকে বিয়ে করার উদ্দেশে বাগদান করার পর তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। এর কারণ ছিল এই বাগদান হওয়ার পর কুপারের মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করে, যা তাকে নরকের কথা ভাবিয়ে তোলে। শেষ পর্যন্ত কুপার বন্ধুর স্ত্রীর সঙ্গে বাগদানের বিষয়টি বাতিল করেন। তবে বন্ধুর স্ত্রী (মেরি আনউইন) কুপারের সেবাযত্ন করতেন। মেরির মৃত্যুর পর কুপার পুরোপুরি অসুস্থ হয়ে পড়েন। ১৮০০ সালের ২৫ এপ্রিল কুপার পরলোকগমন করেন ইস্ট ডেয়ারহ্যামে।
No comments