কমলগঞ্জে ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সম্মেলন অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘শিল্পের জন্য শিল্প নয়, জনগণের জন্য শিল্প’- এই স্লোগানকে সামনে রেখে ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে কমলগঞ্জের শমসেরনগরের কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের প্রথম পর্ব। কাউন্সিলর অধিবেশন শেষে বিকাল ৫টায় বের করা হয় বর্ণাঢ্য র্যালি। ২য় পর্বে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে কবি শহীদ সাগ্নিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপত্বি শ্যামল ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন ধ্রুবতারার সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়, ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি নূরুল হুদা সালেহ, জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখার সভাপতি মো. নূরুল মোহাইমীন, জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ছাত্রনেতা কৃষাণ রায়, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি প্রদীপ দত্ত। অন্যদের মধ্যে বক্তব্য দেন মৃগেন চক্রবর্তী, বিপুল দাশ, রমজান আলী, নূরুজ্জামান চুন্নু, চা শ্রমিক নেতা কান্তি বাড়াইক, নূর মোহাম্মদ তারাকী, ছাত্রনেতা অঞ্জন সিনহা, রিয়াজ মোহাম্মদ খান, এস আর সজীব, রাশেদ খান, মাইকেল দান্দালী, শাহদাত হোসেন প্রমুখ। পরে কবি শহীদ সাগ্নিককে সভাপতি ও অমলেশ শর্মাকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়।
No comments