কুষ্টিয়ায় কলেজছাত্র অপহরণ ৬ ঘণ্টা পর উদ্ধার, গ্রেপ্তার ১
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহর থেকে এক কলেজছাত্রকে অপহরণের ৬ ঘণ্টা পর পুলিশ তাকে উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে এক অপহরণকারীকে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাদেকুর রহমান নামের ওই কলেজছাত্রকে অপহরণ করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় তুহিন নামের এক যুবক কুষ্টিয়া সরকারি কলেজ এলাকা থেকে কৌশলে সাদেকুর রহমানকে অপহরণ করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী গ্রামের মমিন শেখের পুকুর পাড় থেকে অপহৃত সাদেকুরকে উদ্ধার করে এবং অপহরণকারী তুহিনকে আটক করে। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি অপহরণ মামলা করা হয়েছে বলে জানান, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ। সাদেকুর রহমান কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার একটি মেসে থেকে লেখাপড়া করে। তার বাড়ি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার রঞ্জিতপুর গ্রামে।
No comments