নরসিংদীতে ইভিএমবিষয়ক প্রার্থীদের পরিচিতি সভা
নরসিংদী প্রতিনিধি: আতঙ্ক ও সন্দেহ দূর করে ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোট দিতে উদ্বুদ্ধ করার জন্য ইভিএম পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। গতকাল নির্বাচন কমিশনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কমিশনের এক্সপার্ট, মেয়রপ্রার্থী, ভোটার ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ইভিএম মেশিনের কার্যকারিতা সম্বন্ধে প্রার্থীদের ওয়াকিবহাল করা হয়। পাশাপাশি ইভিএম পদ্ধতিতে স্বল্প সময়ে ভোট কাস্টিং ও অপ্রীতিকর পরিস্থিতিতে ভোটগ্রহণ বন্ধের সুবিধা সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে ইভিএম মেশিনের মাধ্যমে ডামি ভোট গ্রহণ করা হয়। এবং একজন ভোটারের দ্বিতীয়বার ভোট দেয়ার সুযোগ নেই সে বিষয়টি তুলে ধরা হয়। রিটার্নিং অফিসার মু. আবদুল অদুদের সভাপতিত্বে ইভিএম মেশিন পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলী আহসান, অলি উল্লাহ, ভোটার তালিকা প্রণয়ন অনুবিভাগ নির্বাচন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান, জেলা নির্বাচন অফিসার মো. সামসুল আলম, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক সাব্বির আহাম্মেদ, নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহাম্মেদ ও নির্বাচনে অংশ নেয়া মেয়র প্রার্থীরা।
No comments