মিথিলার নতুন সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার: আসছে ভালবাসা দিবসেই ক্যারিয়ারের প্রথম একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হওয়ার কথা ছিল মডেল-অভিনেত্রী-কণ্ঠশিল্পী মিথিলার। কিন্তু এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন মিথিলা। স্বামী ও জনপ্রিয় গায়ক-সংগীত পরিচালক তাহসানের সুর-সংগীতায়োজনে অ্যালবামটির অনেক কাজ গুছিয়ে আনলেও ভালবাসা দিবসে এটি প্রকাশ করছেন না তিনি। অডিও মন্দা এবং শিল্পী ও অডিও প্রযোজকদের দ্বন্দ্বের মধ্যে দোদুল্যমান অডিও ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেই ভালবাসা দিবসে অ্যালবামটি প্রকাশ থেকে বিরত থাকছেন মিথিলা। এদিকে মিথিলার এ অ্যালবামের ৯টি গানের ট্র্যাক তৈরি করেছেন তাহসান। বেশ কয়েকটি গানে কণ্ঠও দিয়েছেন। কিন্তু অডিও বাজারের সার্বিক অবস্থা বিবেচনা করে হঠাৎই এমন সিদ্ধান্ত নিলেন মিথিলা। অ্যালবামের কাজে বিরতি দিয়ে মডেলিং ও অভিনয়েই এখন থেকে আবার পূর্ণোদ্যমে মনোযোগী হচ্ছেন তিনি। অন্যদিকে তাহসানও বর্তমানে ব্যস্ত রয়েছেন তার অভিনীত প্রথম ছবি ‘টু বি কনটিনিউড’-এর কাজ নিয়ে। এ বিষয়ে মিথিলা বলেন, অনেক আশা নিয়ে একক অ্যালবামের কাজ শুরু করেছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আসলে অ্যালবামটি প্রকাশ করার মতো দুঃসাহস করতে চাই না। কারণ, গানগুলো অনেক সময় নিয়ে করা। এগুলো যাচ্ছেতাইভাবে প্রকাশ করতে চাই না। না হলে অ্যালবামের কাজ শেষ করে ভালবাসা দিবসে প্রকাশ করতে পারতাম। এ দুরবস্থার মধ্যে অ্যালবাম প্রকাশ করলে গানগুলো শুধু শুধুই জলে যাবে বলেই মনে হয় আমার। ঠিক এমনটাই মত তাহসানেরও। কারণ, অডিও ইন্ডাস্ট্রির খারাপ অবস্থার সঙ্গে বর্তমানে যোগ হয়েছে শিল্পী-অডিও প্রযোজকদের দ্বন্দ্বের বিষয়টি। এটি এখন চরম আকার ধারণ করেছে। সুতরাং অ্যালবাম ভালবাসা দিবসে প্রকাশ করছি না। টুকটুাক করে কাজ চলতে থাকুক, পহেলা বৈশাখ নতুবা অন্য কোন সময়ে অ্যালবাম প্রকাশ করবো।
No comments