পাকিস্তানে ফের ড্রোন হামলা :নিহত ৪

পাকিস্তানের মাটিতে আবারও ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। গতকাল বুধবার উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ শহরের কাছে আদিবাসী এলাকায় মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালানো হয়। এ এলাকা আল কায়দা ও তালেবানদের শক্ত ঘাঁটি। ১৭ নভেম্বরের পর এটি পাকিস্তানে প্রথম মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা।


খবর : বিবিসি, এএফপি, ডননিউজ।গত বছরের নভেম্বরে আফগান-পাকিস্তান সীমান্তে ন্যাটো নেতৃত্বাধীন সেনাদের হেলিকপ্টার ও বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হলে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কে চরম অবনতি ঘটে। ২৪ সেনা নিহতের ঘটনায় আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ বন্ধ করার পাশাপাশি মার্কিন ড্রোন ঘাঁটি শামসি বিমানবন্দর খালি করে দিতে যুক্তরাষ্ট্রকে নির্দেশ দেয় পাকিস্তান। নির্দেশ অনুযায়ী শামসি ঘাঁটি ছেড়ে যায় যুক্তরাষ্ট্র। ড্রোন হামলার বিরুদ্ধে পাকিস্তানে বিরাজমান ব্যাপক অসন্তোষের মধ্যে এসব ঘটনায় দীর্ঘদিন ড্রোন হামলা বন্ধ রাখে যুক্তরাষ্ট্র। সম্প্রতি পাকিস্তান-আফগান সীমান্তে জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে এ কারণ দেখিয়ে আবারও ড্রোন হামলা শুরু করল তারা। আফগান বিমানঘাঁটি ব্যবহার করে ড্রোন হামলা অব্যাহত রাখা হবে বলে এর আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। পাকিস্তান গোয়েন্দাবাহিনীর স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মিরানশাহের কাছে আদিবাসী এলাকার একটি বাড়িতে ড্রোন থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। পাকিস্তানে জঙ্গিদের লক্ষ্যস্থলের ওপর ড্রোন হামলা চালানো হয়েছে বলে ওয়াশিংটন দাবি করেছে। এ হামলায় একটি ভবনে আগুন ধরে যায়।
সন্ত্রাসবিরোধী যুদ্ধে ড্রোন বিমানের ব্যবহার ব্যাপক সুফল এনেছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সর্বশেষ হামলার ঘটনায় পাকিস্তানের প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষক তালাত মাসুদ বলেন, যুক্তরাষ্ট্র দু'দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের কথা বললেও এ হামলার ফলে বোঝা যাচ্ছে যে, তারা তাদের নীতিতে কোনো পরিবর্তন আনছে না।

No comments

Powered by Blogger.