বয়স্কদের অবলম্বন হবে রোবট!
দিন দিন বাড়ছে বিশ্বের জনসংখ্যা। এ মাসেই ৭০০ কোটিতম শিশুটিকে গ্রহণ করতে দুনিয়ার সব মানুষ যখন প্রস্তুত, তখন জাপানে বিরাজ করছে জনসংখ্যার ঘাটতি। দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে।
এ সমস্যার মোকাবিলায় প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে কিছু ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শুরুও হয়ে গেছে।
জাপানের নীতিনির্ধারকেরা যখন বয়স্কদের পেনশন ও স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান খরচ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন, তখন দেশটির প্রকৌশলীরা বলছেন, বয়স্কদের এই সামাজিক সমস্যার সমাধান দেবে প্রযুক্তি। প্রযুক্তিগত এ সুবিধার আওতায় প্যানাসনিকের রোবট উন্নয়নকেন্দ্র বয়স্ক ব্যক্তিদের খাট বৈদ্যুতিক হুইলচেয়ারে পরিণত করবে। এ ছাড়া যেসব বয়স্ক মানুষের হাত উঁচু করার মতো শক্তি নেই, রোবট তাঁদের চুল সযত্নে ধুয়ে দেবে এমন পরিকল্পনাও নেওয়া হয়েছে।
রোবট উন্নয়নকেন্দ্রের পরিচালক ইউকিয়ো হোন্ডা বলেন, ‘বয়স্কদের সমস্যার সার্বিক সমাধানে আমাদের ধারণা শুধু জাপানে নয়, বরং সারা বিশ্বের জন্য প্রযোজ্য হবে।’
জাপানি নাগরিকেরা দীর্ঘায়ু। দেশটিতে পুরুষদের গড় আয়ু ৮০ বছর ও নারীদের গড় আয়ু ৮৬ বছর। দেশটিতে শতায়ু ব্যক্তির সংখ্যা কম নয়।
জাপানে দিন দিন জনসংখ্যা কমছে। বর্তমানে দেশটির জনসংখ্যা ১২ কোটি ৭৭ লাখ। এর মধ্যে ২৩ দশমিক ২ শতাংশ মানুষই বয়স্ক, যাঁদের প্রত্যেকের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে। ধারণা করা হচ্ছে, ২০৫৫ সালের মধ্যে দেশটির জনসংখ্যা আট কোটি ৯০ লাখে নেমে আসবে।
এ সমস্যার মোকাবিলায় প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে কিছু ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শুরুও হয়ে গেছে।
জাপানের নীতিনির্ধারকেরা যখন বয়স্কদের পেনশন ও স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান খরচ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন, তখন দেশটির প্রকৌশলীরা বলছেন, বয়স্কদের এই সামাজিক সমস্যার সমাধান দেবে প্রযুক্তি। প্রযুক্তিগত এ সুবিধার আওতায় প্যানাসনিকের রোবট উন্নয়নকেন্দ্র বয়স্ক ব্যক্তিদের খাট বৈদ্যুতিক হুইলচেয়ারে পরিণত করবে। এ ছাড়া যেসব বয়স্ক মানুষের হাত উঁচু করার মতো শক্তি নেই, রোবট তাঁদের চুল সযত্নে ধুয়ে দেবে এমন পরিকল্পনাও নেওয়া হয়েছে।
রোবট উন্নয়নকেন্দ্রের পরিচালক ইউকিয়ো হোন্ডা বলেন, ‘বয়স্কদের সমস্যার সার্বিক সমাধানে আমাদের ধারণা শুধু জাপানে নয়, বরং সারা বিশ্বের জন্য প্রযোজ্য হবে।’
জাপানি নাগরিকেরা দীর্ঘায়ু। দেশটিতে পুরুষদের গড় আয়ু ৮০ বছর ও নারীদের গড় আয়ু ৮৬ বছর। দেশটিতে শতায়ু ব্যক্তির সংখ্যা কম নয়।
জাপানে দিন দিন জনসংখ্যা কমছে। বর্তমানে দেশটির জনসংখ্যা ১২ কোটি ৭৭ লাখ। এর মধ্যে ২৩ দশমিক ২ শতাংশ মানুষই বয়স্ক, যাঁদের প্রত্যেকের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে। ধারণা করা হচ্ছে, ২০৫৫ সালের মধ্যে দেশটির জনসংখ্যা আট কোটি ৯০ লাখে নেমে আসবে।
No comments