ফিরে দেখাঃ রাজা পঞ্চম চার্লস
ফ্রান্সের রাজা পঞ্চম চার্লস ১৩৮০ সালের ১৬ সেপ্টেম্বর ফ্রান্সের বিউট-সুর-মার্নে পরলোকগমন করেন। ১৩৬৪ সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি ফ্রান্সের সম্রাট ছিলেন। তিনি হাউস অব ভেলায়সের সদস্য ছিলেন। তাকে ফ্রান্সের 'দি ওয়াইজ' বা জ্ঞানী রাজা বলা হয়ে থাকে। ফ্রান্সের রাজা দ্বিতীয় জন এবং বন অব বোহেমিয়ার ঘরে তার জন্ম হয় ১৩৩৮ সালের ২১ জানুয়ারি ভিনসেনেসে।
এই সম্রাট শারীরিক দিক থেকে দুর্বল হলেও মেধার দিক থেকে বাবার চেয়ে এগিয়ে ছিলেন। তার শাসনামলের উল্লেখযোগ্য দিক ছিল, ট্রিটি অব ব্রেটিগনি অনুযায়ী ফ্রান্সের যে ভূখন্ড ইংল্যান্ডের কাছে হাতছাড়া হয়ে যায় তার পুনরুদ্ধার। তার সময়ে ফ্রান্স ও ইংল্যান্ড যুদ্ধে লিপ্ত ছিল। ১৩৬৪ সালে ক্যাথেড্রাল এক রিমসে তিনি সম্রাট হিসেবে অভিষিক্ত হন। ১৩৫৯ সালের ষড়যন্ত্রমূলক এক বিষক্রিয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার সত্রী ছিলেন জিন ডি বরবন। ট্রিটি অব ব্রেটিগনি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ভাড়াটে সৈনিকদের লুণ্ঠন প্রবৃত্তি পরিলক্ষিত হয়। এর অংশ হিসেবে একটি ভূ-খন্ড হাতছাড়া হয়ে পড়ে। পরবর্তীকালে সফল নেতৃত্বের মাধ্যমে তিনি এটি উদ্ধার করতে সক্ষম হন। ১৩৮০ সালের এই দিনে তিনি পরলোকগমন করেন। বাসিলিক সেন্ট ডেনিসে তাকে সমাহিত করা হয়। -ইমরান রহমান
No comments