রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
রাশিয়া গতকাল শুক্রবার একটি পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ‘বুলাভা’ নামের ওই আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার একটি সাবমেরিন থেকে ছোড়া হয় বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
৩৭ টন ওজনের ক্ষেপণাস্ত্রটি গতকাল শ্বেতসাগরে রাশিয়ার ইউরি দলগোরুকি নামের একটি সাবমেরিন থেকে ছোড়ার পর সেটি ছয় হাজার কিলোমিটার দূরে কামচাটকা উপদ্বীপের একটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। চলতি বছর বুলাভা ক্ষেপণাস্ত্রের এটি তৃতীয় সফল পরীক্ষা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ রাশিয়ার গণমাধ্যমকে জানান, পানির নিচে একটি অবস্থান থেকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটির ‘ওয়্যারহেড’ যথাসময়ে গন্তব্যে পৌঁছায়।
রাশিয়ার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো কমপক্ষে আট হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
৩৭ টন ওজনের ক্ষেপণাস্ত্রটি গতকাল শ্বেতসাগরে রাশিয়ার ইউরি দলগোরুকি নামের একটি সাবমেরিন থেকে ছোড়ার পর সেটি ছয় হাজার কিলোমিটার দূরে কামচাটকা উপদ্বীপের একটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। চলতি বছর বুলাভা ক্ষেপণাস্ত্রের এটি তৃতীয় সফল পরীক্ষা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ রাশিয়ার গণমাধ্যমকে জানান, পানির নিচে একটি অবস্থান থেকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটির ‘ওয়্যারহেড’ যথাসময়ে গন্তব্যে পৌঁছায়।
রাশিয়ার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো কমপক্ষে আট হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
No comments