স্টিলথ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
পাকিস্তান গতকাল শুক্রবার পরমাণু ‘ওয়্যারহেড’ বহনে সক্ষম একটি স্টিলথ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে। এর মাধ্যমে দেশটি তার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সক্ষমতাকে নতুনভাবে জানান দিল।
দেশটির সশস্ত্র বাহিনী জানায়, ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হাতফ-৭ নামের ওই ক্ষেপণাস্ত্রটি। এটি অন্যান্য ক্ষেপণাস্ত্রের চেয়ে অধিক কার্যকর ও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারে এটি।
সশস্ত্র বাহিনীর মতে, পরমাণু ওয়্যারহেড বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা পরমাণু শক্তিধর দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে।
সংকটপূর্ণ কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও ভারতের মধ্যে এ পর্যন্ত তিনবার যুদ্ধ হয়েছে।
দেশটির সশস্ত্র বাহিনী জানায়, ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হাতফ-৭ নামের ওই ক্ষেপণাস্ত্রটি। এটি অন্যান্য ক্ষেপণাস্ত্রের চেয়ে অধিক কার্যকর ও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারে এটি।
সশস্ত্র বাহিনীর মতে, পরমাণু ওয়্যারহেড বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা পরমাণু শক্তিধর দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে।
সংকটপূর্ণ কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও ভারতের মধ্যে এ পর্যন্ত তিনবার যুদ্ধ হয়েছে।
No comments