গাঁজা চাষের পরামর্শ চেয়ে পুলিশে ফোন
বিপদে পড়ে সহায়তা চেয়ে নয় কিংবা কোনো অপরাধের তথ্য দিতেও নয়, গাঁজা চাষের ব্যাপারে পরামর্শ চেয়ে পুলিশকে ফোন দিলেন এক যুবক। পুলিশ ওই ফোনের সূত্র ধরে যুবকের বাড়ি গিয়ে তাঁকে গ্রেপ্তার করল। যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের ফারমিংটন শহরে এ ঘটনা ঘটে। নিউইয়র্ক ডেইলি নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ওই যুবকের নাম রবার্ট মাইকেলসন (২১)। তিনি পুলিশের সহায়তা চেয়ে ৯১১ নম্বরে ফোন করেন। এরপর পুলিশকে জানান, তিনি কিছু গাঁজা চাষ করছেন এবং বিস্ময়ের সঙ্গে লক্ষ করছেন, গাঁজার একেকটা চারা লাগাতে কত ঝামেলাই না সহ্য করতে হচ্ছে তাঁকে। সমস্যার অন্ত নেই।
গাঁজা চাষ অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়ে কি না, পুলিশ তা জানতে চাইলে মাইকেলসন বলেন, হবে হয়তো। এরপর পুলিশ তাঁর বাড়ি হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে এবং কিছু মাদকদ্রব্য ও কয়েকটা পাত্র জব্দ করে।
জিজ্ঞাসাবাদে মাইকেলসন জানান, অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে তিনি গাঁজার বীজ সংগ্রহ করেন। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ওই যুবকের নাম রবার্ট মাইকেলসন (২১)। তিনি পুলিশের সহায়তা চেয়ে ৯১১ নম্বরে ফোন করেন। এরপর পুলিশকে জানান, তিনি কিছু গাঁজা চাষ করছেন এবং বিস্ময়ের সঙ্গে লক্ষ করছেন, গাঁজার একেকটা চারা লাগাতে কত ঝামেলাই না সহ্য করতে হচ্ছে তাঁকে। সমস্যার অন্ত নেই।
গাঁজা চাষ অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়ে কি না, পুলিশ তা জানতে চাইলে মাইকেলসন বলেন, হবে হয়তো। এরপর পুলিশ তাঁর বাড়ি হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে এবং কিছু মাদকদ্রব্য ও কয়েকটা পাত্র জব্দ করে।
জিজ্ঞাসাবাদে মাইকেলসন জানান, অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে তিনি গাঁজার বীজ সংগ্রহ করেন। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।
No comments