ষড়যন্ত্র নয়, ক্ষুধা ও বঞ্চনাই আন্দোলনের ইন্ধন by নাসরিন খন্দকার

দেশ কি একটা রাজনৈতিক সাংগঠনিক কাঠামো মাত্র? দেশ কি জিডিপি, প্রবৃদ্ধির হিসাব-নিকাশ মাত্র? দেশ কি একটা পতাকা? একটা প্রতীক? স্মৃতিসৌধ? না কি দেশ মানে দেশের মানুষ? দেশের পতাকায় সজ্জিত আজ বাংলাদেশ, রাস্তায় রাস্তায় পতাকা বহনকারী গাড়ি, ছাদে পতাকা, মাইকে দেশপ্রেমের গান। এটাই কি দেশপ্রেম?
স্বাধীনতার প্রায় চার দশক পর, বিজয় দিবসে দেশপ্রেমের অর্থ নিয়ে ভাবতে বসতে হয় কেন? কারণ, যখন পোশাক শিল্প কারখানার মৃত্যুকূপে পুড়ে মরে মানুষ, অনেকে তখন কেবলই মাইকে মুক্তিযুদ্ধের গান বাজিয়ে দেশপ্রেমিকের দায়িত্ব পালন করেন। যখন স্রেফ বেঁচে থাকার জন্য, কর্মক্ষম থাকার জন্য নূ্যনতম বেতনও আশা করতে পারেন না, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি লাখো শ্রমিক, যখন ক্ষমতাশালীদের সঙ্গে দেনদরবারে সরকারিভাবে নির্ধারিত বেতনও তাঁরা পান না, যখন বারবার প্রতারিত হয়ে ফরিয়াদ করেন তাঁরা, তখন তাঁদের জন্য বরাদ্দ হয় গুলি। আরেক ধরনের মানুষ আছেন, যাঁরা প্রবৃদ্ধির ফাঁপা বুলি আর বানানো 'ভাবমূর্তির' কথা ভাবেন না, তাঁরা মৌসুমি দেশপ্রেমের দায়িত্ব পালন করেন না। তাঁরা কাজ করে যান, শ্রম দিয়ে যান। তাঁদের সেই শ্রমের মূল্যেই দেশ কিছুটা এগোয়। কিন্তু প্রতিদানে তাঁরা পান বঞ্চনা ও মৃত্যু। এ ধরনের মানুষের জন্য, তাদের স্বার্থরক্ষার জন্য কিছু মানুষ কাজ করেন। তাঁরা ভাবেন ওইসব লাখো শ্রমিকের কথা, যাঁদের রক্ত-ঘাম-ক্ষুধা দিয়ে বোনা এ দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ভিত পোশাক শিল্পের পোশাক। মোশরেফা মিশু তাঁদের একজন। পোশাকশ্রমিক ঐক্য ফোরামের সভানেত্রী মিশু তাঁর জীবনের সবটুকু নিবেদন করেছেন মেহনতি মানুষের জন্য। শ্রমিকদের মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার আছে বলে মনে করেন তিনি। তাঁর কাছে দেশের মানুষের রক্ত-ঘাম-ক্ষুধার মূল্যই বেশি, সেটাই তাঁদের দেশপ্রেম। এই মিশুকেই তাই বিজয় দিবস উদ্যাপনের উৎসবের আগে গভীর রাতে বিনা পরোয়ানায় পুলিশ ধরে নিয়ে যায়। গ্রেপ্তার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে একটা সময় পর্যন্ত। তারপর হাতকড়া পরিয়ে আসামির মতো আদালতে হাজির করে, নির্যাতনের জন্য রিমান্ডে নিয়ে যায়। এরপর তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। এ থেকে সহজেই প্রতীয়মান হয়, তাঁর ওপর কত নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছে। সম্প্রতি চট্টগ্রামে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সমাধানের জন্য একদিকে সরকার আলোচনার কথা বলছে, অন্যদিকে সারি বেঁধে শ্রমিকদের নিয়ে যাচ্ছে পুলিশ, গোপনে মিশুকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠাচ্ছে। অন্যদিকে মালিকের অবহেলায় কারখানার মধ্যে পুড়ে, সেদ্ধ হয়ে, দম বন্ধ হয়ে পুড়ে মারা যান ৩১ জন শ্রমিক। অধিকাংশই বয়সে তরুণ। এর জন্য কারো শাস্তি হবে না। মিশুকে গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রামের শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে। অথচ পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করার পর অবশেষে তাঁকে গত জুনে কুড়িল এলাকার শ্রমিক বিক্ষোভের কারণে কাফরুল থানায় দায়ের করা মামলায় আসামি দেখানো হয়। এর পরও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই তাঁর রিমান্ডের জন্য আবেদন করে পুলিশ। পুলিশের এ আচরণে মনে পড়ে যায় জনপ্রিয় প্রবাদ, 'যা কিছু হারায়, গিনি্ন বলেন কেষ্ট বেটাই চোর।' পুলিশের এই আচরণের কারণ নিহিত আছে সরকারের সেই একই দৃষ্টিভঙ্গিতে, যেখানে প্রতিফলিত হয় ক্ষমতাবানদের স্বর, যা কেবলই ষড়যন্ত্রতত্ত্বের হাওয়াই মিঠাই দিয়ে ভুলিয়ে রাখতে চায় দেশের মানুষকে। কিন্তু আজ পর্যন্ত 'খতিয়ে দেখতে চাওয়া' ষড়যন্ত্রের কোনো প্রতিবেদন সরকার বা মালিক পক্ষ উৎপাদন করতে পারেনি। শুধু পেরেছে মিশুদের মতো প্রতিবাদী দেশপ্রেমিক মানুষকে চোর-ডাকাতের মতো আসামির কাঠগড়ায় দাঁড় করাতে, হুমকি-ধমকির মধ্যে রাখতে, রাস্তায় গাড়িচাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করতে। তবুও আমাদের কিছু 'দেশপ্রেমিক' ষড়যন্ত্রতত্ত্বের নামে পুড়ে যাওয়া, গুলিতে লাশ হয়ে যাওয়া, হাসপাতালের বিছানায় কাতরাতে থাকা শ্রমিকদের থেকে দৃষ্টি সরিয়ে রাখার অজুহাত পায়। সরকার-মালিক, মধ্যবিত্ত-উচ্চবিত্ত শ্রেণীর এই জোটবদ্ধ বৃত্তে তথাকথিত নিরপেক্ষ প্রতিবেদন ছাপা হয়। যেখানে শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ দেখার নামে কোটি টাকা লাভ করা মালিক আর তিন হাজার টাকায় পরিবারের সব সদস্যকে নিয়ে এক বেলা খেয়ে রাত-দিন কাজ করা শ্রমিককে একই পাল্লায় রেখে এদের বৈষম্যকে হাওয়া করে দেওয়া হয়। এ বছর যেখানে পোশাক শিল্পের প্রবৃদ্ধির হার ৩৮ শতাংশ, যেখানে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের পোশাকের অর্ডার পাচ্ছে বাংলাদেশ, সেখানে এই প্রবৃদ্ধি যাঁদের শ্রমের ফসল, তাঁদের অভুক্ত রেখে লাভের ষোলো আনাই পকেটস্থ করতে তৎপর মালিক পক্ষ। এই বৃত্তের বাইরে বাস করেন যাঁরা, তাঁরাই এই অর্থনীতির চালক, তাঁরাই বাঁচার মতো নূ্যনতম মজুরি না পেয়েও কারখানার কারাগারে বারবার নির্বিচারে পুড়ে মরেও অদ্ভুত প্রাণশক্তিতে উঠে দাঁড়ান, বেঁচে থাকেন, আর দেয়ালে পিঠ ঠেকে গেলে রাস্তায় নামেন। এঁদের প্রাণশক্তির উৎস কোনো ষড়যন্ত্রকারী ইন্ধনদাতা নয়। ক্ষুধাই সবচেয়ে শক্তিশালী ইন্ধন, ক্ষুধার জ্বালাই সবচেয়ে বড় আন্দোলনের শক্তি। আশা করছি, সরকার দ্রুত বুঝতে পারবে, মিশুর মতো প্রতিবাদী মানুষকে গ্রেপ্তার-নির্যাতন করে দমন করা যায় না। একদিকে গণতন্ত্রের কথা বলা, অন্যদিকে গণসংগঠনের নেতৃত্বকে গ্রেপ্তার করা; একদিকে গার্মেন্টে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য ট্রেড ইউনিয়নের প্রয়োজন স্বীকার করা, অন্যদিকে যাঁরা তার জন্য কাজ করেন, তাঁদের গ্রেপ্তার করা সরকারের কপটতা মাত্র।
=========================
বাহাত্তরের সংবিধানের পুনঃপ্রতিষ্ঠায় বাধা কোথায়?  ড.ইউনূসের দুঃখবোধ এবং প্রাসঙ্গিক কিছু কথা  গীতাঞ্জলি ও চার্লস এন্ড্রুজ  গল্প- তেঁতুল  একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বাংলাদেশের পুস্তক প্রকাশনা  গল্প- বট মানে গরুর ভুঁড়ি  গল্প- কিশলয়ের জন্মমৃত্যু  গল্প- মাকড়সা  দুর্নীতি প্রতিরোধে আশার আলো  জাগো যুববন্ধুরা, মুক্তির সংগ্রামে  ঢাকা নগর ব্যবস্থাপনায় পরিবর্তন প্রয়োজন  মারিও বার্গাস য়োসার নোবেল ভাষণ- পঠন ও কাহিনীর নান্দীপাঠ  লন্ডন পুলিশ জলকামানও নিল না  রাষ্ট্রের চ্যালেঞ্জ ও যুদ্ধাপরাধী বিচারের দায়বদ্ধতা  পোশাক শিল্পে অস্থিরতার উৎস-সন্ধান সূত্র  বাতাসের শব্দ  গোলাপি গল্প  বজ্র অটুঁনি অথবাঃ  উদ্ভট উটের পিঠে আইভরি কোস্ট  আনল বয়ে কোন বারতা!  ফেলানীর মৃত্যুতে পশ্চিমবঙ্গ- নিজ ভূমেই প্রশ্নবিদ্ধ ভারতের মানবিক চেহারা  বাজার চলে কার নিয়ন্ত্রণে  উঠতি বয়সের সংকট : অভিভাবকের দায়িত্ব  বিকল্প ভাবনা বিকল্প সংস্কৃতি  অন্ধত্ব ও আরোগ্য পরম্পরা  খুলে যাক সম্ভাবনার দুয়ার  কক্সবাজার সাফারি পার্কঃ প্রাণীর প্রাচুর্য আছে, নেই অর্থ, দক্ষতা  জুলিয়ান অ্যাসাঞ্জের গুপ্ত জীবন  ছাব্বিশটি মৃতদেহ ও একটি গ্রেপ্তার  ৩৯ বছর পরও আমরা স্বাধীনতাটাকে খুঁজছি  সাইবারযুদ্ধের দামামা  সরলতার খোঁজে  সেই আমি এই আমি  আমেরিকান অর্থনীতি ডলারের চ্যালেঞ্জ  বাংলাদেশ-ভারত যৌথ ইশতেহার- আশানুরূপ সুফল নেই এক বছরেও  ন্যায়ভিত্তিক সমাজ ও রাজনীতি  মাস্টারদা সূর্যসেন ও যুব বিদ্রোহ সাতাত্তর  রসভা নির্বাচন ২০১১: একটি পর্যালোচনা  ড. ইউনূস অর্থ আত্মসাৎ করেননি  প্রত্যাশা ও প্রাপ্তির ৩৯ বছর  স্বাধীনতাযুদ্ধের 'বিস্মৃত' কূটনৈতিক মুক্তিযোদ্ধারা  আতঙ্কে শেয়ারবাজার বন্ধঃ বিক্ষোভ


দৈনিক কালের কন্ঠ এর সৌজন্যে
লেখকঃ নাসরিন খন্দকার
শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, জাবি


এই আলোচনা'টি পড়া হয়েছে...
free counters

No comments

Powered by Blogger.