ইন্দোনেশিয়ায় পুলিশের সঙ্গে উগ্রপন্থী মুসলিমদের সংঘর্ষ, গির্জায় আগুন
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে গতকাল মঙ্গলবার উগ্রপন্থী মুসলিমরা খ্রিষ্টানদের দুটি গির্জা জ্বালিয়ে দিয়েছে। এ ছাড়া আদালতের বাইরে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ইসলামের বিরুদ্ধে কটাক্ষপূর্ণ প্রচারপত্র বিতরণের অভিযোগে দোষী সাব্যস্ত এক খ্রিষ্টান নাগরিকের কারাদণ্ডের রায়ে ক্ষুব্ধ হয়ে তারা গির্জা দুটিতে আগুন ধরিয়ে দেয়। তারা অ্যান্টনিয়স বাওয়েনগান নামের ওই খ্রিষ্টান নাগরিকের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, জাভার একটি আদালত ইসলামের বিরুদ্ধে কটাক্ষপূর্ণ প্রচারপত্র বিতরণের দায়ে অ্যান্টনিয়স বাওয়েনগানের পাঁচ বছরের কারাদণ্ড দেন।
গতকাল অ্যান্টনিয়সের বিচার চলাকালীন আদালতের বাইরে প্রায় দেড় হাজার উগ্রপন্থী মুসলিম চিৎ কার করে তাঁর মৃত্যুদণ্ডের দাবি জানায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি ও স্থানীয় দুটি গির্জায় অগ্নিসংযোগ করে।
পুলিশের এক কর্মকর্তা জানান, জাভার একটি আদালত ইসলামের বিরুদ্ধে কটাক্ষপূর্ণ প্রচারপত্র বিতরণের দায়ে অ্যান্টনিয়স বাওয়েনগানের পাঁচ বছরের কারাদণ্ড দেন।
গতকাল অ্যান্টনিয়সের বিচার চলাকালীন আদালতের বাইরে প্রায় দেড় হাজার উগ্রপন্থী মুসলিম চিৎ কার করে তাঁর মৃত্যুদণ্ডের দাবি জানায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি ও স্থানীয় দুটি গির্জায় অগ্নিসংযোগ করে।
No comments